উদ্বোধনী ম্যাচে গেইলকে পাচ্ছেনা রংপুর?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গেল বারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে উদ্বোধনী ম্যাচে রংপুরের একাদশে নাও দেখা যেতে পারে ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলকে।


বিপিএলে অংশ নিতে এখনও বাংলাদেশে আসেন নি তিনি। কবে নাগাদ আসবেন সেটা নিয়েও নিশ্চিত ভাবে কিছু জানাতে পারলেন না রাইডার্স দলপতি মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বলেন, 'ক্রিস গেইল আজ নাহয় কাল আসবে। এখনও কোন নিশ্চয়তা পাই নি আমি।'


promotional_ad

গেলবার রংপুরকে শিরোপা এনে দেয়ার পেছনে বড় ভুমিকা রেখেছিলেন ক্রিস গেইল। ফাইনালে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে তাঁর ১৪৬ রানের বিধ্বংসী ইনিংসের উপরে ভর করেই প্রথম শিরোপা জিতেছিল রংপুর।


এছাড়া এলিমেনেটরে খুলনা টাইটাইন্সের বিপক্ষে ৫১ বলে ১২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে রংপুরকে ফাইনালের পথে নিয়ে গিয়েছিলেন তিনি। গেল আসরে দুটি শতক হাঁকানোর পাশাপাশি সর্বোচ্চ রান (৪৮৫) সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন গেইল। 


যেকারণে এবারের আসরের জন্যও তাঁকে ধরে রেখেছিল রংপুর। কিন্তু আসরের প্রথম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে তাঁকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball