পরাজয়ের দিনে শাস্তির মুখে শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট ম্যাঙ্গানুইতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে সফরকারী শ্রীলঙ্কা দলকে।
৪৫ রানে পরাজিত হওয়া লঙ্কানরা সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিলেন বলে অভিযোগ করেছেন আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আর সেই কারণে জরিমানার সম্মুখীন হতে হয়েছে দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা সহ বাকি খেলোয়াড়দের।
আইসিসির ২.২২ ধারা অনুযায়ী অধিনায়ক মালিঙ্গাকে ম্যাচ ফির ২০ এবং বাকি খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আগামী ১২ মাসের মধ্যে যদি আবারো কোনও ওয়ানডেতে একই অপরাধ করেন অধিনায়ক মালিঙ্গা, তাহলে একটি ম্যাচে নিষেধাজ্ঞা পাবেন তিনি।
এদিকে ম্যাচটি শেষে আইসিসি প্রদত্ত এই শাস্তি এরই মধ্যে স্বীকার করে নিয়েছেন মালিঙ্গা, ফলে আর কোনও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য স্লো ওভার রেটের অভিযোগ প্রথম তুলেছিলেন মাঠে দায়িত্বরত দুই আম্পায়ার ক্রিস ব্রাউন, পল উইলসন, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার শন হাইগ।