নির্বাচকদের বার্তা পৌঁছানোর মাধ্যম বিপিএলঃ ওয়ার্নার

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএল এবং আইপিএলে নিজের সেরা পারফরমেন্স দিয়েই বিশ্বকাপে খেলার জন্য নিজ দেশের নির্বাচকদের কাছে বার্তা পৌঁছাতে চান সাবেক অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বল বিকৃতির ঘটনার পরে কেটে গিয়েছে নয় মাস। এখনও তিন মাসের নিষেধাজ্ঞা আছে ডেভিড ওয়ার্নারের। আগামী একমাসের বেশি সময় বিপিএলে খেলার সুযোগ আছে ওয়ার্নারের।

এরপরে বিশ্বকাপের ঠিক আগের মাসেই খেলতে পারবেন আইপিএলে। আপাতত রান করে যাওয়া ছাড়া কিছুই মাথায় নেই ওয়ার্নারের। বৃহস্পতিবার দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণমাধ্যমের সামনে জানান,
'এটা নির্বাচকদের ব্যাপার, তাঁরা আমাকে নিতে চায় কিনা। আমার দিক থেকে আমি শুধু রান করে যেতে পারি, বিপিএলে এবং আইপিএলে। রান করে আমি তাঁদের বার্তা পৌঁছাতে পারি এবং নিজের যোগ্যতা প্রমাণ করতে পারি।'
এছাড়া বিপিএলে সিলেট সিক্সার্স দলকে নেতৃত্ব দিতে পারায় উচ্ছ্বসিত তিনি। শুধুমাত্র রান করে যাওয়া নয়, দলগতভাবে ভালো খেলে মাঠের লড়াইয়ে এগিয়ে থাকতে চান ওয়ার্নার।
'এই দলকে নেতৃত্ব দিতে পারার সৌভাগ্য হওয়ায় আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত করবো দলের স্টাফ, ম্যানেজমেন্ট সবাই মিলে যেন আমরা ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে পারি।
'মাঠে আমাদের সেরা একাদশ নিয়ে নামতে হবে এবং সঠিকভাবে অনুশীলনে করতে হবে। আমাকে নিশ্চিত করতে হবে যেন আমি আমার কাজ ভালোভাবে করতে পারি। যেন রান করতে পারি এবং মাঠে দলকে নেতৃত্ব দিতে পারি।'