পরীক্ষার জন্য প্রস্তুত ওয়ার্নার

ছবি: ছবিঃ- সিলেট সিক্সার্স

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
স্লো উইকেটের আসর হিসেবে খ্যাতি আছে বিপিএলের। একারণে ঢাকা বা চট্টগ্রাম- যেখানেই খেলা হোক, বিদেশী ক্রিকেটারদের জন্য বিপিএলে মানিয়ে নেওয়া একটু হলেও কঠিন। তবে এসব নিয়ে ভ্রূক্ষেপ নেই সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের স্লো উইকেটে রান পাওয়াতে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। এছাড়াও ২০১৭ সালের বাংলাদেশ সফরের অভিজ্ঞতাও কাজে লাগাতে চান তিনি। বৃহস্পতিবার দিন গণমাধ্যমের সামনে জানান,

'আমার এই ব্যাপারে কোচ ওয়াকারের সঙ্গে কথা হয়েছে। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের উইকেটে খেলা এখন একটু কঠিন। ওইসব উইকেট অনেকটা স্লো। তাই মানিয়ে নেওয়া কষ্ট।
'কিন্তু ঘরের মাটিতে আমার ফর্ম বেশ ভালো। এখানে ঢাকা এবং চট্টগ্রামে আমি আগে খেলেছি। তাই এখানকার উইকেট সম্পর্কে জানি। এখন আমার রান করার সেই ছন্দ খুঁজে পেতে হবে এবং দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে।'
উল্লেখ্য, ২০১৭ সালের বাংলাদেশ সফরে ঢাকা ও চট্টগ্রামের মাঠে দুটি সেঞ্চুরি পেয়েছিলেন ওয়ার্নার। স্লো উইকেটে করা সেই টেস্ট সেঞ্চুরি দুটোকে 'ক্যারিয়ার সেরা' আক্ষাও দিয়েছিলেন তিনি।
এবার আবারও নতুন ভূমিকায় বাংলাদেশে খেলতে আসলেন ওয়ার্নার। কাজে লাগাতে চান শেফিল্ড শিল্ডে স্লো উইকেটে খেলার অভিজ্ঞতাও। এমনকি সুযোগ পেলে পুরো বিশ ওভারই খেলতে চান তিনি।
সিলেট সিক্সার্স অধিনায়ক রসিকতা করে গণমাধ্যমকে জানান, 'আমি রান করলে পরে যারা ব্যাটিংয়ে নামবে তাঁদের আরও সুবিধা হবে। আশা করি তাঁরা উইকেটেই আসবে না (হাসি...)।'