ফের সেঞ্চুরি পূজারার, প্রথম দিন ভারতের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজ সেরার ট্রফিটা পেতে উঠে পড়েই লেগেছেন ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। চলতি সিরিজের শেষ ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই নিয়ে অ্যাডিলেড এবং মেলবোর্ন টেস্টের পর সিডনিতেও সেঞ্চুরি হাঁকালেন তিনি। ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরির দিন ২৫০ বল খেলে ১৩০ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন পূজারা। তাঁর শতকের উপর ভর করেই ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারিয়ে বসে ভারত। জশ হ্যাজেলউডের বলে শন মার্শের হাতে ক্যাচ দিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর পূজারাকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
দুজন মিলে দেখে শুনে খেলে দলের স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন। মায়াঙ্ক এবং পূজারার ব্যাটে ভর করে ১ উইকেটে ৬৯ রান নিয়ে লাঞ্চে যায় ভারত। লাঞ্চের পর ব্যাট করতে নেমে ফিফটি তুলে নেন মায়াঙ্ক। ফিফটি হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিকে হাঁটছিলেন এই ওপেনার।

কিন্তু মেলবোর্নের মত সিডনিতেও সেঞ্চুরির আশা জাগিয়ে ৭০'র ঘরে সাজঘরে ফিরতে হয় এই ওপেনারকে। পূজারা এবং মায়াঙ্কের ১১৬ রানের জুটি ভাঙ্গেন নাথান লায়ন। ৭৭ রানে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মায়াঙ্ক ফিরলেও কোহলিকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত ফিফটি তুলে চা বিরতিতে যান পূজারা।
চা বিরতির পর ব্যাট করতে নেমেই নিজের দ্বিতীয় উইকেট হিসেবে কোহলিকে ২৩ রানে ডাগআউটে ফেরত পাঠান হ্যাজেলউড। খানিকপর রাহানেও ফিরে যান স্টার্কের প্রথম শিকার হয়ে। ৪ উইকেট হারালেও হানুমা বিহারিকে সঙ্গে নিয়ে চলতি সিরিজে নিজের তৃতীয় শতক তুলে নেন পূজারা।
সেঞ্চুরি হাঁকিয়ে থেমে যাননি তিনি। বিহারির সঙ্গে জুটি বেঁধে দলকে ৩০০ রানের পুঁজি এনে দিয়ে দিন শেষ করেন পূজারা। দিন শেষে পূজারাকে সঙ্গ দেয়া বিহারি ৩৯ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজেলউড নিয়েছেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ৩০৩/৪ (৯০ ওভার)
(পূজারা ১৩০*, হানুমা ৩৯*) (জশ হ্যাজেলউড ২/৫১)