promotional_ad

ঢাকায় আন্দ্রে রাসেল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বুধবার দুপুরে বিপিএলে অংশ নিতে দুপুরের দিকে ঢাকায় পা রাখেন এই ক্যারিবিয়ান তারকা।


গেল আসরের মত এবারও ঢাকা ডাইনামাইটসের জার্সিতে বিপিএল মাতাবেন তিনি। নতুন আসরের জন্য তাঁকে ধরে রেখেছিল ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।


রাসেল সহ আরেক ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার সুনীল নারাইনও এই বছর খেলবেন ঢাকার হয়ে। গত আসরেও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। 


promotional_ad

এছাড়াও রয়েছেন কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েলের মতো ক্রিকেটাররাও দলে রয়েছেন। সেই সঙ্গে ইংলিশ ক্রিকেটার অভিজ্ঞ ইয়ান বেলকে নতুন আসরের জন্য দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের দল।


দেশি ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফট থেকে নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, রনি তালুকদা, শাহাদাত হোসেন রাজিবের মত ক্রিকেটারদের দলে টেনেছে ঢাকা।


চলতি মাসের ৫ তারিখ মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। উদ্বোধনী দিন দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।  


ঢাকা ডাইনামাইটসের দলঃ


সাকিব আল হাসান, রভম্যান পাওয়েল, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, অ্যান্ড্রো বির্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহদাত হোসেন রাজীব, নাইম শেখ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball