বাংলাদেশ সফরে নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বাংলাদেশ সফর আপাতত বিবেচনায় রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই এদেশে দল পাঠাতে চায় ইংল্যান্ড।
জানুয়ারির মাঝামাঝি সময় বাংলাদেশ সফরে আসার কথা ছিলো ইংলিশ যুবাদের। কিন্তু বাংলাদেশের নির্বাচনের কারণে তাঁদের এই সফর নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছে।

এদিকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার ব্যাপারে একটি সতর্কতামূলক ঘোষণাও দিয়েছে ইংল্যান্ডের ফরেইন অফিস। যারা বাংলাদেশে ভ্রমন করার পরিকল্পনা করছে তাঁদের উদ্দেশ্যে সংস্থাটি লিখেছে,
'নির্বাচন প্রচারণা চলাকালীন সময়ে অনেক সহিংসতার খবর পাওয়া গিয়েছিলো এবং বেশ কিছু বিস্ফোরক ব্যবহারের নজীর পাওয়া গিয়েছে। নির্বাচনের দিনেও অনেক সহিংসতার খবর পাওয়া গিয়েছে।'
সেই ঘোষণায় আরও লিখা হয়েছে, 'রাজনৈতিক র্যালি এবং দলগুলোর মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত থাকতে পারে। রাজনৈতিক র্যালি এবং বড় কোন সমাবেশ এড়িয়ে চলতে পরামর্শ দেয়া দিচ্ছে তারা।'
উল্লেখ্য ২০১৭ সালে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে এসেছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। তার আগে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিবিড় অনুসন্ধান চালিয়েছিলো ইসিবি।
পরবর্তীতে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করলে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আসে ইংলিশরা।