ফিরলেন অশ্বিন, বাদ পড়লেন ইশান্ত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩রা জানুয়ারি অনুষ্ঠিতব্য সিডনি টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যের ভারতীয় স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিনকে।
তবে স্কোয়াডে রাখা হলেও সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভোগা অশ্বিন একাদশে থাকবেন কিনা সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে সিডনি টেস্টের সকালে। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলেছে, 'রবিচন্দ্র অশ্বিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে টেস্টের দিন সকালে।'
এর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক কোহলি অশ্বিনের ব্যাপারে জানিয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য ফিট অশ্বিনকে পেতে উন্মুখ হয়ে আছেন তারা। ৩২ বছর বয়সী এই অফ স্পিনারকে দলের গুরুত্বপূর্ণ সদস্য উল্লেখ করে তিনি বলেছিলেন,

'তাঁর (অশ্বিন) করণীয় সম্পর্কে ফিজিও এবং ট্রেইনার কথা বলেছে। সে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, এতে সন্দেহ নেই। টেস্ট ক্রিকেটের সে তাঁর দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং আমরা চাই যেন সে দীর্ঘ সময়ের জন্য শতভাগ ফিট হয়ে ওঠে এবং টেস্ট ফরম্যাটে ফিরে আসে। সে বেশ হতাশ সময়মতো সুস্থ হয়ে উঠতে পারছে না বলে।'
অবশ্য অশ্বিনকে দলে রাখা হলেও বাদ পড়তে হয়েছে পেস তারকা ইশান্ত শর্মাকে। অপরদিকে তাঁর বদলে জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামির সাথে যোগ দিয়েছেন উমেশ যাদব। এছাড়াও স্পিনারদের মধ্যে অশ্বিন ছাড়াও থাকছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদিপ যাদব।
উল্লেখ্য সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের স্কোয়াডে ছিলেন না ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। গত অ্যাডিলেড টেস্টেই এই ইনজুরির শিকার হয়েছিলেন তিনি।
সিডনি টেস্টের ভারতীয় স্কোয়াডঃ
লোকেশ রাহুল, মায়াংক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি (অধিনায়ক), আজিংকা রাহানে, হানুমা বিহারি, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, রবিচন্দ্র অশ্বিন, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।