বাহবা দেয়ার মতো দল কুমিল্লাঃ বিজয়

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার আনামুল হক বিজয়। তাঁর মতে তামিম ইকবাল, স্টিভ স্মিথ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদিদের মতো তারকা ক্রিকেটার থাকায় অভিজ্ঞতা এবং ভারসাম্যের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে কুমিল্লা।
পাশাপাশি দলটির কোচ এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা সকলেই অনেক বন্ধুবৎসল হওয়ায় সহজেই মানিয়ে নেয়া সম্ভব হবে ক্রিকেটারদের জন্য, মতামত বিজয়ের। বিপিএলকে সামনে রেখে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় দলের এই ক্রিকেটার জানিয়েছেন সবমিলিয়ে এবারের বিপিএলে বাহবা দেয়ার মতোই দল গড়েছে কুমিল্লা,

'আসলে খুবই ভালো দল হয়েছে। অভিজ্ঞ দল বলা যায়। তামিম ভাই আছে, ইমরুল কায়েস ভাই আছে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে শোয়েব মালিক আছে, স্মিথ আছে, আফ্রিদির মতো খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয় যে দল হিসেবে কুমিল্লা খুবই দারুণ আর খুবই বন্ধুত্বপূর্ণ যেটি আসলে এরকম ফ্র্যাঞ্চাইজি লীগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি আমাদের মধ্যে আছে। আমাদের কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন সবাই আলাদাভাবে অনেক সাহায্য করে। সবমিলিয়ে বলতে পারি যে অনেক গোছালো এবং বাহবা দেয়ার মতো একটি দল।'
এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে দলগত প্রচেষ্টার প্রতি বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিজয়। টি টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে ভালো বোলিংয়ের গুরুত্বও তুলে ধরেছেন তিনি। বোলিং ভালো করতে পারলে কম লক্ষ্য ছুঁড়ে দিয়েও যেকোনো দলকে আটকে ফেলা সম্ভব উল্লেখ করে তিনি বলেছেন,
'আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন হতে হলে আসলে দলগত প্রচেষ্টাটা দরকার। এই জিনিসটি আমাদের মধ্যে আছে। ফিল্ডিং টি টুয়েন্টিতে অনেক বেশি তারতম্য করে এবং একটি দলের পার্থক্য গড়ে তোলে। অভিজ্ঞ কিছু বোলারও প্রয়োজন রয়েছে দলে। টি টুয়েন্টিতে রান রান অনেক কম করেও অনেক সময় ম্যাচ জেতা যায় যদি ভালো বোলার থাকে। আমার কাছে মনে হয় ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটি বলতে পারি যে আমরা যদি একটি ভালো রান দাঁড়া করাতে পারি তাহলে বোলিংয়ের যে অভিজ্ঞতা রয়েছে সবমিলিয়ে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ।'
তবে ভালো খেলার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দলের মানিয়ে নেয়া এবং কম্বিনেশনের ওপরে, অভিমত বিজয়ের। এক্ষেত্রে প্রথম চার-পাঁচটি ম্যাচকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার আগে বাকি সবকয়টি ম্যাচ ভালো খেলতে পারলে তবেই পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস বজায় থাকবে, এমনটাই বিশ্বাস এই টাইগার ওপেনারের। বলেছেন,
'আসলে প্রথম চার পাঁচটি ম্যাচ আমরা কিরকম খেলি সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুরুটা কেমন হয়, বিদেশি ক্রিকেটাররা আসার পর দলের সাথে কেমন মানিয়ে নেয়া যায় সেটা অনেক গুরুত্বপূর্ণ। আর বিপিএলে মূল খেলা সেমিফাইনাল আর ফাইনাল। এই দুটি হলো বড় ক্রিকেটারদের ম্যাচ, বড় দলের ম্যাচ। এই দুটি ম্যাচে একটি চাপ থাকে। আমার কাছে মনে হয় এই দুটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই দুই ম্যাচের ওপর ট্রফি জেতা নির্ভর করে। আমরা যদি পুরো টুর্নামেন্টে ভালো খেলতে পারি তখন আমাদের জন্য ঐ ম্যাচগুলো সহজ হয়ে যাবে। আর পুরোটা খেলতে পারলেই ইনশাল্লাহ ফাইনালে শিরোপা আসতে পারে।'