promotional_ad

লক্ষ্মণের সেরা একাদশে মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের পছন্দের সেরা টেস্ট একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে দ্বিশতক হাঁকানো মুশফিককে উইকেটের পেছনেও যথেষ্ট কার্যকর বলে মনে করেন সাবেক ব্যাটসম্যান লক্ষ্মণ। আর সেই কারণেই নিজের বাছাইকৃত সেরা টেস্ট একাদশে 'মিস্টার  ডিপেন্ডেবলকে' রেখেছেন তিনি। 


গত বছর মোট ৮টি টেস্টে ৩৫ গড়ে ৪৯০ রান সংগ্রহ করেছেন মুশফিক। ব্যাট হাতে গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়াও উইকেটরক্ষক হিসেবে এই ৮ম্যাচে মোট ৬টি ডিসমিসাল করতে পেরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। 


এদিকে মুশফিক ছাড়াও লক্ষ্মণের এই একাদশে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আছেন শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে এবং নিউজিল্যান্ডের টম লাথাম। সদ্য শেষ হওয়া বছরটিতে ৯টি ম্যাচ খেলে ৪৬.৪৩ গড়ে ৪৪৩ রান সংগ্রহ করেছেন করুনারত্নে। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করায় তাঁকে একাদশ অন্তর্ভুক্ত করেছেন লক্ষ্মণ। 


অপরদিকে গত বছরটিতে ব্যাট হাতে ফর্মের তুঙ্গেই ছিলেন কিউই ওপেনার লাথাম। মাত্র ৭টি টেস্টে ৫৯.৮১ গড়ে ৬৫৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। ঘরে এবং বাইরের মাঠেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। পাশাপাশি ঠান্ডা মাথায় ব্যাটিং করতে দারুণ পারদর্শী ২৬ বছর বয়সী এই কিউই। ফলে নিজের সেরা একাদশে তাঁকে রেখেছেন ভারতীয় কিংবদন্তী। 



promotional_ad

একাদশে তৃতীয় এবং চতুর্থ ব্যাটসম্যান হিসেবে লক্ষ্মণের পছন্দ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ভারতীয় ভিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতের মাঠে সিরিজ জয়ের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিলেন কিউই উইলিয়ামসন।


আবু ধাবি টেস্টের প্রথম ইনিংসে ৮৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৩৯ রান করেছিলেন তিনি। ২০১৮ সালে ৭ টেস্টে ৫৯.১৮ গড়ে ৬৫১ রান সংগ্রহ করা উইলিয়ামসনের প্রতিই তাই আস্থা রেখেছেন লক্ষ্মণ।


আর ভারতীয় অধিনায়ক কোহলি গত বছরটি শেষ করেছেন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেই। ১৩টি টেস্টে ৫৫.০৮ গড়ে ১৩২২ রান নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক হাঁকানোর পাশাপাশি অস্ট্রেলিয়াতেও দারুণ পারফর্মেন্স করেছেন কোহলি। 


পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান বাবর আজম এরপরে রয়েছেন লক্ষ্মণের পছন্দের তালিকায়। ৮টি টেস্টে ৫৬ গড়ে ৬১৬ রান সংগ্রহ করা ২৪ বছর বয়সী বাবরকে প্রতিভাবান এবং ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় কিংবদন্তী।  


অলরাউন্ডার কোটায় একাদশটিতে লক্ষ্মণ রেখেছেন ইংল্যান্ড স্যাম কারানকে। গত বছর ব্যাট হাতে ৭টি টেস্টে ব্যাট হাতে ৩৬.৭২ গড়ে ৪০৪ রান নিয়েছেন ২০ বছর বয়সী কারান। আর বল হাতে তাঁর শিকার ছিলো ১৪টি উইকেট। 



একাদশে দুই পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং ভারতের জাসপ্রিত বুমরাহকে পছন্দ লক্ষ্মণের। ২০১৮ সালে সর্বোচ্চ উইকেট শিকারি রাবাদা ১০ ম্যাচে শিকার করেছিলেন ৫২টি উইকেট। আর তাঁর সঙ্গী বুমরাহ ৯ ম্যাচে নিয়েছিলেন ৪৮টি উইকেট। ছিলেন চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।


এছাড়াও স্পিনারদের মধ্যে ভারতের সাবেক এই ক্রিকেটার বাছাই করেছেন পাকিস্তানের ইয়াসির শাহ এবং অস্ট্রেলিয়ার নাথান লায়নকে। মাত্র ১০টি টেস্ট খেলা লায়ন গত বছর ছিলেন স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি। ২.৭০ ইকোনমি রেটে বোলিং করে এই অজি তুলে নিয়েছিলেন ৪৯টি উইকেট। অপরদিকে লেগ স্পিনার ইয়াসির মাত্র ৬টি ম্যাচ খেলে ২.৮৩ ইকোনমি রেটে ৩৮টি উইকেট নিয়েছিলেন গত বছর। 


লক্ষ্মণের বাছাইকৃত টেস্ট একাদশঃ  


দিমুথ করুনারত্নে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ভিরাট কোহলি, বাবর আজম, মুশফিকুর রহিম, স্যাম কারান, নাথান লায়ন, ইয়াসির শাহ, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball