টি-টুয়েন্টির বর্ষসেরা বোলিং বাংলাদেশের বিপক্ষে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সেরা পারফর্মারদের একটি তালিকা টুইটারে প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে বল হাতে সেরা পারফর্মার হিসেবে রয়েছেন উইন্ডিজ পেসার কিমো পল।
২২শে ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫০ রানের জয় তুলে নিয়েছিল ক্যারিবিয়ানরা। সেই ম্যাচে বল হাতে বছরের সেরা পারফর্মেন্স করেন পল। মাত্র ১৫ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছিলেন ২০ বছর বয়সী এই পেসার।
এছাড়া ২০১৮ সালে ব্যাট হাতে টি টুয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। মোট ১৮টি ম্যাচে ৪০.৫২ গড় এবং ১৪৭.২২ স্ট্রাইক রেটে ৬৮৯ রান সংগ্রহ করেছিলেন তিনি। যেখানে ৬টি ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছিলেন এই ব্যাটসম্যান।

এদিকে আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সবথেকে সেরা ইনিংসটি ছিলো অস্ট্রেলিয়ান হার্ডহিটার ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। জিম্বাবুয়ে বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২০১৮ সালের ৩রা জুলাই ব্যাট হাতে মাত্র ৭৬ বলে ১৭২ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন ফিঞ্চ। ১০টি ছয় এবং ১৬টি চারের সাহায্যে খেলা এই ইনিংসটি তাঁর ক্যারিয়ার সেরাও বটে।
ক্রিকেটের এই আধুনিক ফরম্যাটে সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই। ১৯টি ম্যাচে মোট ৩১টি উইকেট নিয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছেন তিনি। যেখানে ৮.৫৬ ইকোনমি রেটে বোলিং করেছেন এই ডান হাতি।
২০১৮ সালে আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সেরা পারফর্মাররাঃ
১। সর্বোচ্চ রান- শিখর ধাওয়ান (৬৮৯)
২। সর্বোচ্চ ব্যক্তিগত রান- অ্যারন ফিঞ্চ (১৭২) প্রতিপক্ষ জিম্বাবুয়ে
৩। সর্বোচ্চ উইকেট- অ্যান্ড্রু টাই (৩১ উইকেট)
৪। সেরা বোলিং ফিগার- কিমো পল (৫/১৫) প্রতিপক্ষ বাংলাদেশ