উইজডেনের বর্ষসেরা একাদশে স্মিথ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বল বিকৃতি কেলেঙ্কারিতে সংযুক্ত হয়ে চলতি বছরে নয় মাসের মতো বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তবুও উইজডেনের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা মিলেছে তাঁর।
একাদশ বিবেচনার সময়কালে মোট আট টেস্ট ম্যাচে তিনটি শতক এবং তিনটি অর্ধশতক সহ ৭৫.৩৬ গড়ে ৮২৯ রান করেছেন স্মিথ। এরমধ্যে অ্যাশেজ সিরিজে একই মাসে তিনটি শতক হাঁকিয়েছিলেন তিনি।
এসব কারণেই উইজডেনের বর্ষসেরা একাদশে তাঁকে ঠায় দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় বড় ক্রীড়া সাংবাদিকদের পছন্দে এই একাদশে অধিনায়ক হিসেবে আছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।

ভিরাট কোহলি ছাড়া আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজাও আছেন এই একাদশে। তবে একাদশে জায়গা মেলেনি কোন বাংলাদেশী ক্রিকেটারের। একাদশে উইকেটরক্ষকের ভূমিকায় আছেন ইংলিশ উইকেটরক্ষক জশ বাটলার।
বাটলার ছাড়াও ইংল্যান্ডের দুইজন, দক্ষিণ আফ্রিকার দুইজন করে ক্রিকেটার আছেন উইজডেনের বর্ষসেরা টেস্ট একাদশে। এছাড়া আছেন অস্ট্রেলিয়া, উইন্ডিজ, শ্রীলংকা ও পাকিস্তানের একজন করে ক্রিকেটার।
উইজডেনের বর্ষসেরা টেস্ট একাদশঃ- এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), দিমুথ করুনারত্নে (শ্রীলংকা), ভিরাট কোহলি (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), জশ বাটলার (ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), জেসন হোল্ডার (উইন্ডিজ), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ আব্বাস (পাকিস্তান), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।