promotional_ad

ভারতকে 'এক নম্বর দল' মানছেন বর্ডার

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-২ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের প্রশংসা করলেন খোদ অ্যালেন বর্ডার নিজেই! ভিরাট কোহলির দলকে 'এক নম্বর দল' বলেছেন এই অজি কিংবদন্তী ক্রিকেটার।


অথচ কয়েক বছর আগেও ঘরের বাইরে টেস্ট সিরিজ খেলতে গেলে ভুগতে হতো ভারতকে। এখন সেই সব প্রতিকূলতা দূর করে দারুণ খেলছে ভারত, উল্লেখ করে বর্ডার জানান, 


promotional_ad

'ভারত এখন কঠিন প্রতিপক্ষ। তাঁরা এখন এক নম্বর দল। তাঁদের খেলা দেখা এখন আনন্দের বিষয়। জয় তাঁদের প্রত্যাশিতই ছিল। ঘরের বাইরে এতদিন তাঁরা বাজে খেলতো। এখন তাঁরা উন্নতি করতে শুরু করেছে।'


উল্লেখ্য, চলতি বছরে ঘরের বাইরে খেলা টেস্টগুলোতে তিন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা এবং মোহাম্মদ শামি মিলে নিয়েছেন রেকর্ড সংখ্যক ১৩৪ টি উইকেট। বর্ডারের চোখ এড়ায়নি ভারতীয় পেসারদের এমন পারফর্মেন্স।


ভারতীয় পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ভারতের পেস আক্রমণই বিদেশের মাটিতে ভারতকে কঠিন প্রতিপক্ষ করে তুলেছে বলে মনে করছেন বর্ডার।


'তাঁদের বেশ ভালো একটি পেস বোলিং আক্রমণ আছে। ভারতের এই বোলিং আক্রমণ আমার দেখা সেরা, এমনটা বলতেই হবে।'


'তাঁরা এখন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের দ্রুতগতির বাউন্স এবং পেসবান্ধব উইকেটে লড়াই করতে জানে। তাঁরা আগে এসব উইকেটেই কষ্ট করে খেলতো, কিন্তু এখন সেখানে তাঁদের কষ্ট হয়না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball