promotional_ad

তাইজুলের অধিনায়ক ভিরাট কোহলি

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৮ সালের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছে ক্রিকফ্রেঞ্জি। বছর জুড়ে ক্রিকেটারদের পারফর্মেন্সের ভিত্তিতে একাদশ গঠন করা হয়েছে। বর্ষসেরা টেস্ট একাদশে সর্বোচ্চ তিন জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রয়েছেন দুই জন করে। আর শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে একজন করে রাখা হয়েছে একাদশটিতে। একমাত্র বাংলাদেশি হিসেবে এই একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 


চলুন দেখে নেয়া যাক ক্রিকফ্রেঞ্জির বর্ষসেরা টেস্ট একাদশটি...


১। দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)- লঙ্কান এই ওপেনার সাম্প্রতিককালে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন। চলতি বছর ৯টি টেস্টে ৪৬.৪৩ গড়ে ৭৪৩ রান সংগ্রহ করা করুনারত্নে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছেন। এই বছর তিনি হাঁকিয়েছেন ১টি শতক এবং ৭টি অর্ধশতক। যার মধ্যে সর্বশেষ অর্ধশতকটি এসেছে নিউজিল্যান্ডের মাটিতে। কিউইদের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে ৭৯ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন করুনারত্নে। 


২। এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৭ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকেই নিজেকে দারুণভাবে প্রমাণ করে আসছেন ২৪ বছর বয়সী ওপেনার মার্করাম। এখন পর্যন্ত দেশের হয়ে মোট ১৩টি টেস্ট খেলেছেন তিনি। যার মধ্যে ১০টিই খেলেছেন চলতি বছর। ২০১৮ সালে এই ১০ টেস্টে ৩৩.৬০ গড়ে ৬৭২ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ২টি শতক এবং সমান সংখ্যক অর্ধশতক। চলতি বছরের মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ১৫২ রানের ইনিংস খেলেছিলেন মার্করাম। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ১১তে থাকা মার্করামই থাকছেন করুনারত্নের ওপেনিং সঙ্গী হিসেবে।  


৩। চেতেশ্বর পূজারা (ভারত)- ভারতের পক্ষে ব্যাট হাতে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন চেতেশ্বর পূজারা। তিন নম্বরের যোগ্য ব্যাটসম্যান হিসেবে বিশ্বের যে কোন দলে সহজেই জায়গা করে নিবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে দলের বিপর্যয়ে একাই খেলেছিলেন ১২৩ রানের বীরোচিত একটি ইনিংস। এরপর সর্বশেষ মেলবোর্ন টেস্টেও হাঁকিয়েছিলেন দুর্দান্ত শতক। 



promotional_ad

চলতি বছর এখন পর্যন্ত পূজারা খেলেছেন ১৩টি টেস্ট। যেখানে ৩৮.০৪ গড়ে ৮৩৭ রান করেছেন তিনি। হাঁকিয়েছেন ৩টি শতক এবং ৪টি অর্ধশতক। এই বছর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাঁর অবস্থান চতুর্থতে। 


 ৪। ভিরাট কোহলি (অধিনায়ক) (ভারত)- একাদশের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে ভারতের রান মেশিন খ্যাত ব্যাটসম্যান এবং দলপতি ভিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট ১২৩ রানের ইনিংস খেলে এরই মধ্যে কোহলি বিদেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে টপকে গিয়েছেন কিংবদন্তী রাহুল দ্রাবিড়কে। ১১৩৭ রান সংগ্রহের যে রেকর্ডটি ১৬ বছর ধরে নিজের অধীনে ছিলো দ্রাবিড়ের। শুধু তাই নয়, চলতি বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নাম লিখিয়েছেন কোহলি। এই বছর ১৩টি টেস্টে ৫৫.০৮ গড়ে ১৩২২ রান নিয়েছেন তিনি। যেখানে রয়েছে ৫টি শতক এবং ৫টি অর্ধশতক। সর্বশেষ মেলবোর্ন টেস্টে ৮২ রানের দারুণ একটি ইনিংস এসেছিলো তাঁর ব্যাট থেকে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া কোহলিকেই তাই রাখা হয়েছে দলপতি হিসেবে। 


৫। জো রুট (ইংল্যান্ড)- ২০১৮ সালটি টেস্ট ক্রিকেটে দারুণ কাটিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ইংলিশ অধিনায়ক রুটের অবস্থান তৃতীয় স্থানে। এই বছর মোট ১৩টি টেস্ট খেলেছেন রুট। যেখানে ৪১.২১ গড়ে তাঁর মোট সংগ্রহ ৯৪৮ রান। হাঁকিয়েছেন ২টি শতক এবং ৬টি অর্ধশতক। গত নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছিলেন রুট। শ্রীলঙ্কার মাটিতে কঠিন কন্ডিশনে ১২৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন তিনি। 


৬। জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক) (ইংল্যান্ড)- এ বছর উইকেটরক্ষক হিসেবে ১১টি টেস্টে ৩১টি ডিসমিসাল করেছেন ইংলিশ তারকা জনি বেয়ারস্টো। সেরা উইকেটরক্ষকের তালিকাতে ছয় নম্বরে অবস্থান তাঁর। শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও দারুণ কারিশমা দেখিয়েছেন এই ইংলিশম্যান। ৩০.৪৫ গড়ে ১১ টেস্টে ৬০৯ রান সংগ্রহ করেছেন তিনি এবছর। হাঁকিয়েছেন ২টি শতক এবং ২টি অর্ধশতক।


৭। প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ২০১৮ সালে মাত্র ৮টি টেস্টে ৪৪ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ান পেসার কামিন্স। যেখানে তাঁর ইকোনমি রেট ছিলো ২.৭৯। ভারতের বিপক্ষে সর্বশেষ মেলবোর্ন টেস্টে রীতিমত ঝড় তুলেছিলেন ২৫ বছর বয়সী এই ডান হাতি পেসার। বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় ষষ্ঠতে অবস্থান করছেন কামিন্স। ব্যাট হাতেও দলের প্রয়োজনে নিজের সর্বোচ্চ দেয়ার সামর্থ্য রাখেন তিনি। মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৬৩ রানের ইনিংস খেলেন তিনি।


৮। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- একাদশে মূল পেসার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে। এই বছর বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। ১০টি টেস্টে ৫২ উইকেট নিয়ে বর্তমানে শীর্ষ উইকেট শিকারি বোলার তিনি। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও গতির ঝড় তুলে ৩ উইকেট পান ২৩ বছর বয়সী এই প্রোটিয়া। এছাড়া বছরের শুরুতে ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়াকে হারানোর পেছনে বড় ভূমিকা রাখেন তিনি।



৯। নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন বছরটি শেষ করছেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে। এই বছর ১০টি টেস্টে ৪৯ উইকেট শিকার করেছেন এই অজি অফ স্পিনার। ৩১ বছর বয়সী লায়ন অ্যাডিলেড এবং পার্থ টেস্টে ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ভিরাট কোহলির দলের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ৮টি উইকেট নেয়ার পর পার্থ টেস্টেও তুলে নেন ৮টি উইকেট। উপমহাদেশের কন্ডিশনেও নিজেকে যথেষ্ট যোগ্য প্রমাণ করেছেন তিনি এরই মধ্যে। সংযুক্ত আরব আমিরাতের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ১৩ উইকেট শিকার করেছিলেন লায়ন। 


১০। তাইজুল ইসলাম (বাংলাদেশ)- একাদশে বাংলাদেশি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সহজেই জায়গা করে নিয়েছেন। এবছর বল হাতে দারুণ ফর্মে ছিলেন ২৬ বছর বয়সী তাইজুল। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অষ্টমে থাকা তাইজুল ২০১৮ সালে মোট ৭টি টেস্ট খেলেছেন, শিকার করেছেন ৪৩টি উইকেট। ঘরের মাঠে জিম্বাবুয়ের ও উইন্ডিজদের বিপক্ষে অবিশ্বাস্য ধারবাহিকতা বজায় রেখে বল করেছিলেন তিনি। টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন এই বছরই। উইন্ডিজদের বিপক্ষে গত চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৩ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছিলেন তাইজুল। তার আগে জিম্বাবুয়ে সিরিজে ৭ উইকেট পান তিনি। আর মাত্র তিনটি উইকেট পেলেই শততম উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তাইজুল।    


১১। জাসপ্রিত বুমরাহ (ভারত)- সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় চতুর্থতে থাকা ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ এই বছর খেলেছেন মোট ৯টি টেস্ট, নয়টিই দেশের বাইরে। টেস্ট ক্রিকেটে অভিষেকের বছরেই বাজিমাত করেছেন তিনি। ৪৮টি উইকেট শিকার করে ভারতের বোলিং লাইন আপের শক্তি বাড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বছরের শেষে এসে অস্ট্রেলিয়ার মতো অচেনা কন্ডিশনেও নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন বুমরাহ। বিদেশের মাটিতে ভারতকে শক্তিশালী দলে পরিনত করার পেছনে বড় কারণ বুমরাহর উত্থান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball