আফ্রিকাকে টপকে তিনে নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে সিরিজ পরাজিত করে টেস্ট র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছে নিউজিল্যান্ড। এবছর টানা চারটি টেস্ট সিরিজ জিতেছে কিউইরা। ১০৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে বর্তমানে র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে আছে দলটি।
লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্রয়ের পর দ্বিতীয়টিতে শক্তভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৪২৩ রানের জয় তুলে নেয় তারা।

সাথে টেস্ট র্যাঙ্কিংয়ে তিনে থেকে বছর শেষ করে নিউজিল্যান্ড। ১০৫ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল কেন উইলিয়ামসনের দল। সিরিজের দুইটি টেস্ট জিতলে ১০৯ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠার সম্ভাবনা ছিল কিউইদের।
এদিকে তালিকায় চতুর্থ অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সফরকারী পাকিস্তানকে খালি হাতে ফিরিয়ে দিতে পারলে ১১০ পয়েন্ট সংগ্রহ করবে প্রোটিয়ার???।
যার ফলে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসবে তারা। ১১৬ পয়েন্ট নিয়ে এখনও র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।
১০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং ১০২ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে অস্ট্রেলিয়া।