promotional_ad

কেপটাউন টেস্টে ফিরছেন আব্বাস

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কেপটাউন টেস্টে মাঠে নামার আগে সুখবর পেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য পুরোপুরি ফিট পেসার মোহাম্মদ আব্বাস।


কাঁধের চোট থেকে সেরে ওঠায় তাঁকে একাদশে রেখেই মাঠে নামবে সরফরাজ আহমেদের দল। আব্বাসের একাদশে জায়গা পাওয়া নিশ্চিত হওয়ায় সাইড বেঞ্চে বসতে হতে পারে শাহিন আফ্রিদিকে।


অন্যদিকে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার কারণে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হচ্ছেনা ব্যাটসম্যান আসাদ শফিকের। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পাচ্ছেন আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পিসিবির এক সূত্র জানিয়েছে, 


promotional_ad

'দ্বিতীয় টেস্টের একাদশে ইনজুরি কাটিয়ে ফিরছেন আব্বাস। পাশাপাশি উইকেট রক্ষক ব্যাটসম্যান রিজওয়ান সেরা একাদশে জায়গা পাচ্ছেন। ফর্মের কারণে কপাল পুড়ছে মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিকের।' 


নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন কাঁধে চোট পান আব্বাস। যেকারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি এই পেসার। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টেও ছিলেন না তিনি।


আরেক ব্যাটসম্যান হ্যারিস সোহেলও দলে ঢুকতে পারেন। হাঁটুর চোটে প্রথম টেস্ট মিস করেছিলেন হ্যারিস । তবে সেটা নির্ভর করবে তাঁর ফিটনেস টেস্টের ফলাফলের উপর।


তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ভালো না করলে সিরিজ হাতছাড়া হবে সফরকারীদের। ১১ জানুয়ারি জোহানেসবার্গে হবে সিরিজের শেষ টেস্ট।


পাকিস্তান স্কোয়াড: ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসুদ, আজহার আলী, হ্যারিস সোহেল, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball