সিডনিতে রোহিতকে পাচ্ছেনা ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিডনি টেস্টে ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মাকে পাচ্ছেনা ভারত। সদ্য কন্যা সন্তান জন্ম দেয়া স্ত্রীর পাশে থাকতেই রবিবার মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিতের দেশে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ৮ই জানুয়ারি স্কোয়াডে যোগ দিবেন তিনি।

পিঠের ইনজুরির কারণে পার্থ টেস্ট খেলতে পারেননি রোহিত। মেলবোর্ন টেস্টের ফিরেই ব্যাট হাতে প্রথম ইনিংসে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে ভিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানের মতো ব্যাট হাতে ব্যর্থ তিনিও। তবে তাঁর দলে থাকা ভারতীয় দলকে ভারসাম্য এনে দিয়েছিল।
রোহিতের বদলি ক্রিকেটার হিসেবে এখনও কারো নাম ঘোষণা করেনি ভারত। তবে ধারণা করা হচ্ছে একাদশে জায়গা পেতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। যিনি ইনজুরি কাটিয়ে মেলবোর্ন টেস্টে ভারতের স্কোয়াডে যোগ দিয়েছিলেন।
অথবা ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল অথবা মুরালি বিজয়ের একজন। সেক্ষেত্রে মেলবোর্নে ওপেন করা ব্যাটসম্যান হানুমা বিহারিকে মিডেল অর্ডারে দায়িত্ব দিতে পারে ভারত।
আবার যদি সিডনি টেস্টের উইকেট যদি স্পিন সহায়ক হয় এবং ভারতীয় অন্যতম অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্র অশ্বিন সম্পূর্ণ ফিট থাকেন তাহলে তাঁকেও দলে রাখতে পারে ভারত।
চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভিরাট কোহলির দল। ৩ ডিসেম্বর সিরিজের শেষ টেস্টে সিডনিতে মুখোমুখি হবে দুই দল।