promotional_ad

অ্যাডিলেড ভীতি থেকে মুক্তি মিলবে ওয়াটসন-বাটলারদের?

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগব্যাশ লীগে সোমবারের খেলায় মুখোমুখি হচ্ছে সিডনি থান্ডার এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স। বাংলাদেশ সময় দুপুর ২.১৫ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।


মাঠে নামার আগে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে সিডনি থান্ডার। চলতি আসরে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে তাঁরা।


অপরদিকে স্বস্তিতে নেই অ্যাডিলেড স্ট্রাইকার্স। আসরে তিনটি ম্যাচ খেলে দুটোতেই হেরেছে তাঁরা। পয়েন্ট টেবিলে কলিন ইনগ্রামের দলের অবস্থান ছয় নম্বরে।



promotional_ad

দল হিসেবেও বেশ গোছানো থান্ডার। শেন ওয়াটসনের দলে আছেন জশ বাটলার, কালাম ফার্গুসন, জো রুটদের মতো আন্তর্জাতিক অঙ্গণের ক্রিকেটাররা।


অপরদিকে কলিন ইনগ্রামদের দলে আছেন বিলি স্ট্যানলেক, রশিদ খান এবং বেন লাফলিনের মতো ক্রিকেটাররা।


তবে শেষ তিনবারের দেখায় তিনবারই সিডনি থান্ডারকে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। এবার কি পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারে কিনা ওয়াটসনের দল, সেখানেই নজর থাকবে থান্ডার ভক্তদের। 


সিডনি থান্ডার দলঃ জশ বাটলার (উইকেটরক্ষক), শেন ওয়াটসন (অধিনায়ক), কালাম ফার্গুসন, জো রুট, জেসন সাংঘা, ড্যানিয়েল স্যামস, ক্রিস গ্রিন, ন্যাথান ম্যাকঅ্যান্ড্রু, স্যাম রেনবার্ড, জোনাথন কুক, ফাওয়াদ আহমেদ, অর্জুন নায়ার, গুরিন্দার সান্ধু।



অ্যাডিলেড স্ট্রাইকার্স দলঃ অ্যালেক্স কারি (উইকেটরক্ষক), জ্যাক ওয়েদারল্ড, কলিন ইনগ্রাম (অধিনায়ক), ম্যাথু শর্ট, জোনাথন ওয়েলস, জ্যাক লেহম্যান, মাইকেল নেসার, ক্যামেরন ভ্যালেন্টে, রশিদ খান, বেন লাফলিন, বিলি স্ট্যানলেক, লিয়াম ও কনর, পিটার সিডল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball