ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে মুস্তাফিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০১৮ সালের ওয়ানডে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের পাশাপাশি উপমহাদেশের আরও ৬জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে।
চলতি বছরের এশিয়া কাপে বল হাতে ভালো পারফর্ম করার সুবাদেই একাদশে মুস্তাফিজকে জায়গা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একাদশে দ্বিতীয় পেসার হিসেবে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

'পুরো বছর স্পিনাররা দাপট দেখালেও পেসারদের মধ্যে তাঁর পারফর্মেন্স ছিল নজরে আসার মত। এশিয়া কাপের পারফরম্যান্সের সুবাদেই একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ।
'সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে ৪৩ রানে ৪ উইকেট নেয়ার পর ভারতের বিপক্ষে ফাইনালে ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। নতুন এবং পুরাতন বলে দারুণ কার্যকরী তিনি। সেই সঙ্গে প্রতিপক্ষকে চেপে ধরার ক্ষমতা রাখেন তিনি।' (ক্রিকেট অস্ট্রেলিয়া)
একাদশের অধিনায়ক হিসেবে আছেন ভারতের ওয়ানডে দলপতি ভিরাট কোহলি। তাঁর সতীর্থ রোহিত শর্মা, ইংলিশদের টেস্ট দলপতি জো রুট, আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানরাও আছেন এই দলে।
এছাড়া শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা, দুই ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো-জস বাটলাররাও জায়গা পেয়েছেন একাদশে। উইকেট রক্ষক হিসেবে দায়িত্বও পালন করবেন বাটলার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।