সিডনি টেস্টে ওয়েডকে চান পন্টিং

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বর্ডার-গাভাস্কার সিরিজে শেষ ম্যাচের (সিডনি টেস্ট) একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে একাদশে চান সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন ওয়েড। শেফিল্ড শিল্ড আসরে ছয় ম্যাচে ৫৭১ রান করে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাঁর ফর্মের কথা উল্লেখ করে পন্টিং জানান,
'টেস্টে ব্যাটিংয়ের জন্য কয়েক সপ্তাহ আগেই আমি ম্যাথু ওয়েডের কথা বলেছিলাম। শেফিল্ড শিল্ডে সে দারুণ ফর্মে আছে। এই ব্যাপারে সন্দেহ নেই। এখন পর্যন্ত যে ৫৭১ এর মতো রান করেছে।'

অবশ্য বিগব্যাশ লীগ শুরু হওয়ার কারণে বর্তমানে শেফিল্ড শিল্ডের ম্যাচে খেলছেন না ওয়েড। কিন্তু হোবার্ট হ্যারিকেন্সের হয়ে বিগব্যাশেও রানের বন্যা ছুটেছে তাঁর ব্যাটে।
সেখানে তিন ম্যাচে করেছেন ১৪২ রান। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে পন্টিং আরও জানান,
'বিগব্যাশ লীগেও আমরা দেখছি সে দারুণ ফর্মে আছে। সে এই মুহূর্তে একটি সুযোগ আশা করতেই পারে। কেননা সে রান করার ক্ষমতা রাখে।'
সিরিজে বর্তমানে ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া এবং ভারত। মেলবোর্নে চলমান টেস্টে জয়ের সম্ভাবনা ভারতের। সেক্ষেত্রে ১-২ ব্যবধানে এগিয়ে যাবে সফরকারীরা। পন্টিং মনে করছেন সিরিজে পিছিয়ে গেলেও একাদশে বিশেষ পরিবর্তন আনবে না অস্ট্রেলিয়া দল।
'আমার মনে হয়না পরের সপ্তাহে তাঁরা দলে পরিবর্তন আনবে। একটি কারণ হচ্ছে অনেক বেশি ব্যাটসম্যান একাদশে সুযোগ পাবে না। এদিকে বিগব্যাশ শুরু হয়েছে, শেফিল্ড শিল্ডে কয়েক সপ্তাহ কেউ খেলে নি। কেউ ইনজুরিতে না পড়লে তাঁরা প্রায় একই দল নিয়েই সিডনিতে যাবে।'