promotional_ad

সাদা পোশাকের 'রাজা' মমিনুল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


২০১৮ সালে টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন তিনি।


এবছর মোট ৮টি টেস্টের পাশাপাশি ১২টি প্রথম শ্রেণ???র ম্যাচ খেলা মমিনুল ব্যাট হাতে মোট ৯টি শতক সহ ১৭৯১ রান সংগ্রহ করেছেন। 


বছরটি দারুণভাবে পার করা মমিনুলের ঠিক পরের স্থানটিই তুষার ইমরানের। ঘরোয়া ক্রিকেটের এই রান মেশিন মোট ১৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১৫৭৩ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে ৭টি শতক হাঁকিয়েছেন তিনি। 


এই দুই বাংলাদেশি ব্যাটসম্যানের পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের ররি বার্নস, দক্ষিণ আফ্রিকার ড্যান ভিলাস ও শ্রীলঙ্কার রোশন সিলভা। 



promotional_ad

সবমিলিয়ে মোট ১৮টি ম্যাচে ৪টি শতক সহ মোট ১৫৫৭ রান সংগ্রহ করেছেন ইংলিশম্যান বার্নস। অপরদিকে প্রোটিয়া ব্যাটসম্যান ভিলাস ২৪টি ম্যাচ খেলে রান করেছেন ১৫২৫। যেখানে তাঁর শতক সংখ্যা ছিলো ৫টি।


এদিকে পঞ্চমে থাকা লঙ্কান ব্যাটসম্যান সিলভা প্রথম শ্রেণী এবং টেস্ট মিলিয়ে চলতি বছর খেলেছেন মোট ১৭টি ম্যাচ। তাঁর রান সংখ্যা ১৪৮৩ এবং রয়েছে ৪টি শতক।  


টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০১৮ সালের সর্বোচ্চ রান সংগ্রাহক (সেরা পাঁচ)- 


১) মমিনুল হক (২০ ম্যাচে ১৭৯১ রান, সেঞ্চুরি নয়টি)


২) তুষার ইমরান (১৯ ম্যাচে ১৫৭৩ রান, সেঞ্চুরি সাতটি)



৩) ররি বার্নস (১৮ মাচে ১৫৫৭ রান, সেঞ্চুরি চারটি)


৪) ড্যান ভিলাস (২৪ ম্যাচে ১৫২৫ রান, সেঞ্চুরি পাঁচটি)


৫) রোশন সিলভা ( ১৭ ম্যাচে ১৪৮৩ রান, সেঞ্চুরি চারটি)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball