promotional_ad

মিকি আর্থারকে সতর্ক করল আইসিসি

মিকি আর্থার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থারকে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


সেই সঙ্গে তাকে ১টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। এই ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।


আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি কোচ মিকি আর্থার আইসিসির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন। তিনি আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্ন মত প্রদর্শন করেছিলেন।


promotional_ad

ম্যাচ শেষে পাকিস্তানি কোচ মিকি আর্থার নিজের দোষ মেনে নিয়েছেন ম্যাচ রেফরি ডেভিড বুনের কাছে। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। 


ঘটনাটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের, শাহীন শাহ আফ্রিদির একটি বল ডিন এলগারের ব্যাট ছুঁয়ে গেলে তা ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন আজহার আলি।


মাঠের আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রবি সুন্দরম টেলিভিশন আম্পায়ার জোয়েল উইলসনকে আউটের ‘সফট সিগন্যাল’ দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন।


যদিও আউট অনেকটা পরিস্কারেই দেখা যাচ্ছিল।  কিন্তু বেশ কয়েকটি অ্যাঙ্গেলে দেখার পর এলগারকে নটআউট ঘোষণা করে উইলসন। এরপর থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তাঁর কক্ষে যান মিকি আর্থার।


এবং তিনি জানান যে তাঁর সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট হয়েছেন। মূলত পাকিস্তানি কোচের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, ম্যাচটির থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা জোয়েল উইলসনই। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball