promotional_ad

৩৯ বছরের রেকর্ড ভাঙ্গলেন বুমরাহ

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে মাত্র ৩৩ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। আর উইকেটগুলো নিয়ে ৩৯ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি।


চলতি বছরের জানুয়ারিতে কেপটাউন টেস্টে অভিষেক হয় বুমরাহর। অভিষেকের বছরে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম তিনি।
 
অভিষেকের বছরে বুমরাহ পেয়েছেন ৪৫ টি উইকেট। ৩৯ বছর পূর্বে ১৯৭০ সালে ভারতীয় স্পিনার দিলিপ দোশি তাঁর অভিষেকের বছরে নিয়েছিলেন ৪০ টি উইকেট।



promotional_ad

পরবর্তীতে ভারতীয় পেসার ভেঙ্কটেশ প???রসাদ এবং স্পিনার নরেন্দ্র হিরানি তাঁদের অভিষেকের বছরে এই রেকর্ড ভাঙার কাছাকাছি গেলেও তা ভাঙ্গতে পারেননি।


১৯৯৬ সালে প্রসাদ অভিষেকের বছরে পেয়েছিলেন ৩৭ উইকেট। ১৯৮৮ সালে হিরানি তাঁর অভিষেকের বছরে পেয়েছিলেন ৩৬ উইকেট। অবশ্য শুধু ভারতীয় বোলারদের মধ্যে নয়, অভিষেকের পরে একই বছরে এতগুলো উইকেট পায়নি অন্য দেশের কোন বোলারও!


এর আগে অস্ট্রেলিয়ান পেসার টেরি অল্ডারম্যান ১৯৮১ সালে এবং উইন্ডিজ কিংবদন্তী কার্টলি অ্যামব্রোস ১৯৮৮ সালে, নিজেদের অভিষেকের বছরে ৪২ টি করে উইকেট নিয়েছিলেন।



এছাড়া আরেকটি বিরল রেকর্ড গড়েছেন বুমরাহ। একই বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছেন তিনি, যা এই প্রথমবার করলো এশিয়া মহাদেশের কোনও বোলার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball