৩৯ বছরের রেকর্ড ভাঙ্গলেন বুমরাহ

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে মাত্র ৩৩ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। আর উইকেটগুলো নিয়ে ৩৯ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে কেপটাউন টেস্টে অভিষেক হয় বুমরাহর। অভিষেকের বছরে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারির তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম তিনি।
অভিষেকের বছরে বুমরাহ পেয়েছেন ৪৫ টি উইকেট। ৩৯ বছর পূর্বে ১৯৭০ সালে ভারতীয় স্পিনার দিলিপ দোশি তাঁর অভিষেকের বছরে নিয়েছিলেন ৪০ টি উইকেট।

পরবর্তীতে ভারতীয় পেসার ভেঙ্কটেশ প???রসাদ এবং স্পিনার নরেন্দ্র হিরানি তাঁদের অভিষেকের বছরে এই রেকর্ড ভাঙার কাছাকাছি গেলেও তা ভাঙ্গতে পারেননি।
১৯৯৬ সালে প্রসাদ অভিষেকের বছরে পেয়েছিলেন ৩৭ উইকেট। ১৯৮৮ সালে হিরানি তাঁর অভিষেকের বছরে পেয়েছিলেন ৩৬ উইকেট। অবশ্য শুধু ভারতীয় বোলারদের মধ্যে নয়, অভিষেকের পরে একই বছরে এতগুলো উইকেট পায়নি অন্য দেশের কোন বোলারও!
এর আগে অস্ট্রেলিয়ান পেসার টেরি অল্ডারম্যান ১৯৮১ সালে এবং উইন্ডিজ কিংবদন্তী কার্টলি অ্যামব্রোস ১৯৮৮ সালে, নিজেদের অভিষেকের বছরে ৪২ টি করে উইকেট নিয়েছিলেন।
এছাড়া আরেকটি বিরল রেকর্ড গড়েছেন বুমরাহ। একই বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছেন তিনি, যা এই প্রথমবার করলো এশিয়া মহাদেশের কোনও বোলার।