হাফিজকে পুরো আসরে পাচ্ছে না রাজশাহী

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে রাজশাহী কিংসের জার্সিতে সব ম্যাচ খেলা হচ্ছে না পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান স্কোয়াডে যোগ দিবেন বিধায় প্রথম পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।
এরই মধ্যে হাফিজের খেলার বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ হক। তিনি বলেছেন,

'আমরা তাঁকে প্রথম পাঁচ ম্যাচের জন্য আশা করছি। এরপর সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য পাকিস্তান স্কোয়াডে যোগ দিবে।'
মূলত একজন অভিজ্ঞ এবং ডান হাতি টপ অর্ডার ব্যাটসম্যানের অভাব পূরণের জন্য হাফিজকে দলে নেয়া হয়েছে।
২৫২ টি টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন হাফিজকে দলে পাওয়ায় বেশ খুশি কিংসদের প্রধান নির্বাহী। তাহমিদের আশা হাফিজের অভিজ্ঞতা রাজশাহীর জন্য যথেষ্ট কার্যকরী হবে। তাঁর ভাষ্যমতে,
'আমরা হাফিজকে দলে ভিড়িয়েছি কারণ আমাদের একজন ডান হাতি টপ অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন ছিলো। আমরা আশা করছি তাঁর বিপুল অভিজ্ঞতা আমাদের জন্য কার্যকরী হবে।'
উল্লেখ্য এখন পর্যন্ত ২৫২ টি টুয়েন্টিতে ৫৩১৭ রান সংগ্রহ করেছেন ৩৮ বছর বয়সী হাফিজ। যেখানে তাঁর রয়েছে ২টি শতক এবং ৩০টি অর্ধশতক। এছাড়া দেশের হয়ে মোট ৮৯ টি টুয়েন্টি ম্যাচে ১৯০৮ রান নিয়েছেন তিনি। রয়েছে ১০টি অর্ধশতক।