promotional_ad

হাফিজকে পুরো আসরে পাচ্ছে না রাজশাহী

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে রাজশাহী কিংসের জার্সিতে সব ম্যাচ খেলা হচ্ছে না পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজের। 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান স্কোয়াডে যোগ দিবেন বিধায় প্রথম পাঁচটি ম্যাচ খেলার কথা রয়েছে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।  


এরই মধ্যে হাফিজের খেলার বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন রাজশাহী কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ হক। তিনি বলেছেন,



promotional_ad

'আমরা তাঁকে প্রথম পাঁচ ম্যাচের জন্য আশা করছি। এরপর সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য পাকিস্তান স্কোয়াডে যোগ দিবে।'


মূলত একজন অভিজ্ঞ এবং ডান হাতি টপ অর্ডার ব্যাটসম্যানের অভাব পূরণের জন্য হাফিজকে দলে নেয়া হয়েছে।


২৫২ টি টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন হাফিজকে দলে পাওয়ায় বেশ খুশি কিংসদের প্রধান নির্বাহী। তাহমিদের আশা হাফিজের অভিজ্ঞতা রাজশাহীর জন্য যথেষ্ট কার্যকরী হবে। তাঁর ভাষ্যমতে, 


'আমরা হাফিজকে দলে ভিড়িয়েছি কারণ আমাদের একজন ডান হাতি টপ অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন ছিলো। আমরা আশা করছি তাঁর বিপুল অভিজ্ঞতা আমাদের জন্য কার্যকরী হবে।' 



উল্লেখ্য এখন পর্যন্ত  ২৫২ টি টুয়েন্টিতে ৫৩১৭ রান সংগ্রহ করেছেন ৩৮ বছর বয়সী হাফিজ। যেখানে তাঁর রয়েছে ২টি শতক এবং ৩০টি অর্ধশতক। এছাড়া দেশের হয়ে মোট ৮৯ টি টুয়েন্টি ম্যাচে ১৯০৮ রান নিয়েছেন তিনি। রয়েছে ১০টি অর্ধশতক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball