promotional_ad

ওয়ানডের সেরা এগারোতে সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়ানডে ক্রিকেটে চলতি বছরের সেরা একাদশ নির্বাচন করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ক্রিকবাজে এক ভিডিও বার্তায় প্রকাশিত নিজের এই পছন্দের একাদশে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেছেন তিনি। 


দুই ওপেনার হিসেবে হার্শার এই একাদশে আছেন ভারতের রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। এরপর তিন এবং চার নম্বর ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলপতি ভিরাট কোহলি ও ইংলিশম্যান জো রুটকে রেখেছেন তিনি। রুটের পর একাদশে হার্শার পছন্দ আরেক ইংলিশ তারকা জস বাটলার। উইকেটরক্ষক কোটায় তাঁকে দলে নিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক।  


অলরাউন্ডার কোটায় রাখা হয়েছে সাকিব এবং লঙ্কান থিসারা পেরেরাকে। দলটির স্পিন আক্রমণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন আফগান রশিদ খান এবং ভারতের কুলদীপ যাদব। অপরদিকে দুই পেসার হিসেবে হার্শার পছন্দ জাসপ্রিত বুমরাহ এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে।    


চলতি বছর ১৯টি ওয়ানডে ৭৩.৫৭ গড়ে ১০৩০ রান সংগ্রহ করেছেন রোহিত। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ৮৯৭ রান করেছেন আরেক ওপেনার ধাওয়ান। একাদশের তিনে থাকা শীর্ষ রান সংগ্রাহক কোহলি এবছর ১৪ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১২০২ রান (গড় ১৩৩.৫৫)।



promotional_ad

হার্শার একাদশের চার নম্বর ব্যাটসম্যান জো রুট ২৪টি ম্যাচে রান সংগ্রহ করেছেন ৯৪৬ (গড় ৫৯.১২)। এদিকে ২৩টি ওয়ানডেতে ৩৫টি ডিসমিসাল নিয়ে চলতি বছর উইকেটরক্ষকের তালিকায় শীর্ষে থাকায় জস বাটলারকে পছন্দের তালিকায় রেখেছেন হার্শা ভোগলে। 


একাদশে অলরাউন্ডার কোটায় জায়গা পাওয়া সাকিব আল হাসান এবং থিসারা পেরেরারও বছরটি দারুণ গিয়েছে। ব্যাট হাতে টাইগার অলরাউন্ডার সাকিব মোট ১৫ ম্যাচে ৩৮.২৩ গড়ে ৪৯৭ রান সংগ্রহ করেছেন।


আর বল হাতে ২১টি উইকেট নিয়েছিলেন তিনি। অপরদিকে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এবছর খেলেছেন ১৭টি ওয়ানডে। যেখানে ব্যাট হাতে ৪১৫ রান করার পাশাপাশি ২৫টি উইকেট নিয়েছেন তিনি।


২০১৮ সালে দারুণ বোলিং করেছেন আফগান স্পিনার রশিদ খান এবং কুলদীপ যাদবও। ২০টি ওয়ানডেতে ৪৮টি উইকেট নিয়ে শীর্ষে আছেন রশিদ। অপরদিকে যাদব ১৯টি ওয়ানডেতে শিকার করেছেন ৪৫টি উইকেট। রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার দ্বিতীয়তে।


হার্শার একাদশে জায়গা পাওয়া দুই পেসার কাগিসো রাবাদা এবং জাসপ্রিত বুমরাহ এবছর যথাক্রমে শিকার করেছেন ২৩ এবং ২২টি উইকেট। রাবাদা খেলেছেন মোট ১৪টি ওয়ানডে এবং বুমরাহ খেলেছেন ১৩টি।  



ক্রিকবাজকে দেয়া হার্শার একাদশঃ 


রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, থিসারা পেরেরা, রশিদ খান, কুলদিপ যাদব, কাগিসো রাবাদা, জাসপ্রিত বুমরাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball