promotional_ad

স্টেইনের রেকর্ডের দিনেই ১৫ উইকেটের পতন!

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বোলারদের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে একদিনেই ১৫টি উইকেট পতন হয়েছে! সাথে এ ম্যাচে প্রোটিয়াদের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছেন ডেল স্টেইন।


তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সফরকারী পাকিস্তান। কিন্তু দক্ষিণ আফ্রিকান পেসার ডুইয়ান অলিভিয়ারের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত দিনের দেড় সেশনেই মাত্র ১৮১ রানে অলআউট হয়ে গিয়েছিলো সফরকারীরা। 


জবাবে খেলতে নেমে মাত্র ১২৭ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে ফাফ ডু প্লেসিসের দল। ক্রিজে অপরাজিত আছেন টেম্বা বাভুমা (৩৮) এবং ডেল স্টেইন (১৩)। এখন পর্যন্ত টেস্টটিতে আধিপত্য বিস্তার করতে দেখা গিয়েছে পেসারদেরকেই। 


পাকিস্তান ইনিংসে দিনের শুরুতে ধ্বস নামানোর মূল কাজটি করেছিলেন দুই প্রোটিয়া পেসার ডুইয়ান অলিভিয়ার এবং কাগিসো রাবাদা। সেঞ্চুরিয়নের পেস সহায়ক উইকেটকে কাজে লাগিয়ে ১৪ ওভারে মাত্র ৩৭ রান খরচায় ৬টি উইকেট তুলে নিয়েছিলেন ২৬ বছর বয়সী ডান হাতি পেসার অলিভিয়ের।



promotional_ad

অপরদিকে রাবাদা নিয়েছেন ৫৯ রানে ৩টি উইকেট। আর পাকিস্তানের ১টি উইকেট শিকার করতে পেরেছেন ডেল স্টেইন। এরই সাথে শন পোলকের ৪২১ টেস্ট উইকেটের রেকর্ড টপকে শীর্ষে উঠে এসেছেন তিনি।


প্রোটিয়া পেস আক্রমণের সামনে তেমন সুবিধা করতে পারেননি পাকিস্তানের কোনও ব্যাটসম্যানই। এক বাবর আজম ছাড়া আর কেউই অর্ধশতকের দেখা পাননি। বাবরের সর্বোচ্চ ৭১ রান ছাড়াও ৩৬ রান এসেছে আজহার আলির ব্যাট থেকে। এছাড়াও হাসান আলি ২১ এবং শান মাসুদ ১৯ রান করতে সক্ষম হয়েছেন। 


পাকিস্তানের প্রথম ইনিংসের পর ব্যাটিং করতে নেমে দলীয় অর্ধশতকের কোটা পার করার আগেই ৪ উইকেট হারিয়ে বসেছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এরপর টেম্বা বাভুমা এবং থিউনিস ডি ব্রুইনের ৬৯ রানের জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছিলো প্রোটিয়ারা। 


কিন্তু ডিব্রুইনকে (২৯) দলীয় ১১২ রানের মাথায় সরফরাজ আহমেদের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়ে জুটিটি ভেঙ্গে দেন পাক পেসার মোহাম্মদ আমির। পরবর্তীতে বাভুমা এবং নতুন ক্রিজে আসা স্টেইনের ব্যাটে আর কোনও উইকেট না হারিয়ে দিন শেষ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। 


প্রথম দিন দলটির পক্ষে ডি ব্রুইন ছাড়াও ২২ রান করেছেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকা শিবিরে ত্রাস সৃষ্টি করেছিলেন দুই পাক পেসার মোহাম্মদ আমির এবং শাহিন শাহ আফ্রিদি। তাঁরা উভয়ই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ২টি করে উইকেট। আর ১টি উইকেট পেয়েছেন হাসান আলি।



সংক্ষিপ্ত স্কোরঃ 


পাকিস্তান প্রথম ইনিংসঃ  ১৮১ অলআউট (বাবর ৭১, আজহার ৩৬; অলিভিয়ের-৬/৩৭, রাবাদা- ৩/৫৯)


দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ ১২৭/৫ (বাভুমা ৩৮* স্টেইন- ১৩*; আমির- ২/ ২৬, আফ্রিদি- ২/৩৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball