রাজশাহী কিংসে মোহাম্মদ হাফিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরকে সামনে রেখে পাকিস্তানি তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস ফ্র্যাঞ্চাইজি।
এরই মধ্যে হাফিজের অন্তর্ভুক্তির বিষয়টি একটি টুইট বার্তায় নিশ্চিত করেছে কিংস কর্তৃপক্ষ। ড্রাফট তালিকা থেকে এই পাকিস্তানি অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয়ার পর একটি টুইট বার্তায় তারা লিখেছে,
'ভদ্রমহোদয়গণ, অত্যন্ত অভিজ্ঞ, ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কার্যকরী মোহাম্মদ হাফিজকে কিংসের স্কোয়াডে স্বাগত জানান!’

Highly experienced, effective in both the departments, Ladies and Gentlemen, please welcome Mohammad Hafeez in the Kings' squad!#WelcomeKing pic.twitter.com/prw7dTdkm4
— Rajshahi Kings (@RKingsOfficial) December 26, 2018
এই প্রথমবারের মতো বিপিএলে খেলতে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। এর আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা থাকলেও অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকায় টুর্নামেন্টটিতে আর খেলা হয়নি তাঁর।
এদিকে হাফিজসহ এবারের বিপিএলে মোট ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালো রাজশাহী কিংস। এই তালিকায় হাফিজ ছাড়া আরও আছেন কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, মোহাম্মদ সামি, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা এবং লরি ইভান্স।
উল্লেখ্য এখন পর্যন্ত ২৫২ টি টুয়েন্টিতে ৫৩১৭ রান সংগ্রহ করেছেন ৩৮ বছর বয়সী হাফিজ। যেখানে তাঁর রয়েছে ২টি শতক এবং ৩০টি অর্ধশতক। এছাড়া দেশের হয়ে মোট ৮৯ টি টুয়েন্টি ম্যাচে ১৯০৮ রান নিয়েছেন তিনি। রয়েছে ১০টি অর্ধশতক।
রাজশাহী কিংস স্কোয়াড-
শাহরিয়ার নাফীস, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভান্স, মোহাম্মদ হাফিজ, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রাহায় টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি।