বছরের সেরা উইকেটরক্ষকের তালিকায় মুশফিক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডিসমিসাল করার তালিকায় সেরা দশে অবস্থান করছেন টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
চলতি বছর ১৯টি ম্যাচে মোট ২৩টি ডিসমিসাল করেছেন তিনি। যেখানে রয়েছে ২১টি ক্যাচ এবং ২টি স্ট্যাম্পিং।
বর্তমানে তালিকার ছয় নম্বরে অবস্থান করা মুশফিক এরই মধ্যে টপকে গিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, অস্ট্রেলিয়ার টিম পেইন এবং পাকিস্তানের সরফরাজ আহমেদকে।

এ বছর ১৮টি ওয়ানডেতে ১৭টি ডিসমিসাল নিয়ে সাত নম্বরে অবস্থান করছেন শাহজাদ। মোট ১৪টি ক্যাচ এবং ৩টি স্ট্যাম্পিং করেছেন তিনি।
শাহজাদের পরে আট এবং নয় নম্বরে আছেন পেইন এবং সরফরাজের। চলতি বছর ৯টি ওয়ানডেতে ১৬টি ডিসমিসাল করতে পেরেছেন অজি উইকেটরক্ষক পেইন। যার মধ্যে ১৬টিই ক্যাচ নিয়েছেন তিনি।
অপরদিকে পাকিস্তানি উইকেটরক্ষক সরফরাজ ১৮ টি ওয়ানডেতে ১৬টি ডিসমিসাল করেছেন এই বছর। ১টি স্ট্যাম্পিং করার পাশাপাশি ১৫টি ক্যাচ নিয়েছেন তিনি। পেইনের থেকে বেশি ম্যাচ খেলার কারণে এক ধাপ পিছিয়ে আছেন সরফরাজ।
এছাড়াও তালিকাটির দশ নম্বরে আছেন ক্যারিবিয়ান শাই হোপ। ১৮টি ম্যাচে ১৫টি ডিসমিসালের মালিক তিনি। তাঁর রয়েছে ৫টি স্ট্যাম্পিং এবং ১০টি ক্যাচ।
সর্বোচ্চ ডিসমিসালের তালিকার শীর্ষ স্থানটি অবশ্য দখলে নিয়েছেন ইংলিশ তারকা জস বাটলার। ২০১৮ সালে ২৩টি ম্যাচে তাঁর ডিসমিসালের সংখ্যা ৩৫টি। ২৬টি ক্যাচ সহ ৯টি স্ট্যাম্পিং করেছেন তিনি।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে এরপর আছেন যথাক্রমে জিম্বাবুয়ের ব্র্যান্ডন টেইলর, ভারতের মহেন্দ্র সিং ধোনি, আয়ারল্যান্ডের নিল ও'ব্রায়ান এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
এই বছর টেইলর ২১টি ওয়ানডেতে ২৯টি, ধোনি ২০টি ম্যাচে ২৭টি, ও'ব্রায়ান ১৩ ম্যাচে ২৬টি এবং ডি কক ১০ ম্যাচে ২৫টি ডিসমিসাল করতে সক্ষম হয়েছেন।