অভিজ্ঞতায় আস্থা সালাউদ্দিনের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করতে ইচ্ছুক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
শোয়েব মালিক, এভিন লুইস, শহীদ আফ্রিদি এবং আসেলা গুনারত্নেদের মতো বিদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতাকে বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি।
সালাউদ্দিনের বিশ্বাস এই অভিজ্ঞতার শক্তিই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখতে পারবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সময় টিভির সাথে আলাপকালে কুমিল্লার কোচ বলেছেন,

'আমাদের কিছু বিদেশি ক্রিকেটার আছে যারা টি টুয়েন্টি স্পেশালিষ্ট হিসেবে খেলে থাকে। আমার কাছে মনে হয় যে সবদিক বিবেচনা করলে অভিজ্ঞতাটাই আমাদের শক্তি হিসেবে কাজে দিতে পারে।'
টি টুয়েন্টি ক্রিকেটের অন্যতম হট কেক হিসেবেই ফ্যাঞ্চাইজি লীগগুলোতে পরিচিত আফ্রিদি, লুইসরা। সুতরাং তাঁদের অভিজ্ঞতা যে নিঃসন্দেহে কুমিল্লাকে এগিয়ে রাখতে সহায়ক হবে তা বলাই বাহুল্য।
উল্লেখ্য আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। আর এই আসরে অংশ নিবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সহ মোট ৭টি দল। এরই মধ্যে প্রত্যেকটি দল তাদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে।
কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি তাদের দলে ভিড়িয়েছে মোট ৬ জন বিদেশি ক্রিকেটারকে। দলটির নেতৃত্বে থাকবেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ
দেশিঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, শামসুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, সঞ্জিত সাহা, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান
বিদেশিঃ শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, এভিন লুইস, আমির ইয়ামিন, লিয়াম ডওসন, থিসারা পেরেরা, ওয়াকার সালামখেইল