promotional_ad

আইসিসির হল অফ ফেমে রিকি পন্টিং

ছবি-আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে আনুষ্ঠানিকভাবে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম দিন চা পান বিরতির সময় পন্টিংকে হল অফ ফেমের স্বারক ক্যাপ তুলে দেন তাঁরই স্বদেশী এবং একই সম্মাননা পাওয়া গ্ল্যান ম্যাকগ্রা। 


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই সম্মান পাওয়ায় বেশ আপ্লূত দুই বারের বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক পন্টিং। হল অফ ফেমের এলিট গ্রুপে জায়গা করে নেয়াটাকে বিশেষ কিছু এবং অনেক বড় প্রাপ্তির বলে অভিহিত করেছেন তিনি। সাবেক এই অজি অধিনায়ক বলেছেন,  



promotional_ad

'এটি অসাধারণ একটি অনুভূতি। এমসিজিতে এই সম্মান পাওয়া আসলেই অনেক বিশেষ কিছু। আমি আজ নিজেকে ২৫ জন অস্ট্রেলিয়ানদের একজন মনে করছি যারা অন্তর্ভুক্ত হয়েছে। আপনি যখন অস্ট্রেলিয়ার জন্য একটি টেস্ট খেলবেন, তখন আপনি ক্রিকেটারদের একটি এলিট গ্রুপে জায়গা করে নিবেন। তবে আইসিসির হল অফ ফেমে জায়গা করার মধ্য দিয়ে আরও বড় এলিট গ্রুপে আপনি জায়গা করে নিলেন, সুতরাং আজ বিশেষ একটি দিন অবশ্যই।'


এর আগে চলতি বছরের জুলাই মাসে আইসিসির বার্ষিক সম্মেলনে পন্টিংকে সহ ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্লেয়ার টেইলরকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছিলো আইসিসি। এবার আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হলো পন্টিংকে।।  


উল্লেখ্য এই নিয়ে ২৫তম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে হল অফ ফেমে জায়গা করে নিলেন রিকি পন্টিং। ৪৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ২০১২ সালে অবসর নেয়ার আগে টেস্টে ৪১টি শতক সহ ১৩৩৭৮ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও ৩৭৫টি ওয়ানডেতে ৩০টি শতকসহ ১৩৭০৪ রান করেছিলেন তিনি।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball