মুস্তাফিজ দ্বিতীয়, চতুর্থ মাশরাফি

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
পেসারদের মাঝে ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় সেরা পাঁচে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যে তালিকায় রয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুস্তাফিজ। এবছর ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার। নিজের ঝুলিতে নিয়েছেন ২৯টি উইকেট। প্রতিটি উইকেটের পেছনে রান খরচ করেছেন মাত্র ২১.৭২ করে। পেসারদের মাঝে পুরো বছর জুড়ে সবচেয়ে কম ৪.২০ ইকোনমিতে বোলিং করা বোলারও তিনি।

টাইগার অধিনায়ক মাশরাফির অবস্থান পেসারদের মধ্যে চতুর্থ। ২০১৮ সালে ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ২৬টি উইকেট। প্রতি উইকেটের জন্য ৩১ গড়ে রান দিয়েছেন তিনি। এবছর মাশরাফি বোলিং করেছেন ৪.৯১ ইকোনমিতে।
পেসারদের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জিম্বাবুয়াইন পেসার টেন্ডাই চাতারা। ২১টি ওয়ানডে খেলে তাঁর উইকেট সংখ্যা ৩০টি। উইকেট প্রতি ২৭.০৩ রান খরচ করেছেন তিনি এবং তাঁর ইকোনমি ৫.২৩।
তৃতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। ১৩ ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২৩.০৩ গড়ে রান খরচ করেছেন প্রতি উইকেটের জন্য। ২০১৮ সালে তাঁর ইকোনমি ৫.৫৬।
তালিকার পঞ্চম স্থানটি শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরার। ১৭ ওয়ানডে খেলে তাঁর উইকেট সংখ্যা ২৫টি। উইকেট প্রতি তাঁর খরচ গড়ে ২০.৭২ রান। এবছর ৫.৭৮ ইকোনমিতে বোলিং করেছেন পেরেরা।