promotional_ad

মুস্তাফিজ দ্বিতীয়, চতুর্থ মাশরাফি

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পেসারদের মাঝে ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় সেরা পাঁচে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যে তালিকায় রয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। 


তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুস্তাফিজ। এবছর ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই বাঁহাতি পেসার। নিজের ঝুলিতে নিয়েছেন ২৯টি উইকেট। প্রতিটি উইকেটের পেছনে রান খরচ করেছেন মাত্র ২১.৭২ করে। পেসারদের মাঝে পুরো বছর জুড়ে সবচেয়ে কম ৪.২০ ইকোনমিতে বোলিং করা বোলারও তিনি।



promotional_ad

টাইগার অধিনায়ক মাশরাফির অবস্থান পেসারদের মধ্যে চতুর্থ। ২০১৮ সালে ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ২৬টি উইকেট। প্রতি উইকেটের জন্য ৩১ গড়ে রান দিয়েছেন তিনি। এবছর মাশরাফি বোলিং করেছেন ৪.৯১ ইকোনমিতে।


পেসারদের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জিম্বাবুয়াইন পেসার টেন্ডাই চাতারা। ২১টি ওয়ানডে খেলে তাঁর উইকেট সংখ্যা ৩০টি। উইকেট প্রতি ২৭.০৩ রান খরচ করেছেন তিনি এবং তাঁর ইকোনমি ৫.২৩। 


তৃতীয় অবস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি। ১৩ ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছেন তিনি। ২৩.০৩ গড়ে রান খরচ করেছেন প্রতি উইকেটের জন্য। ২০১৮ সালে তাঁর ইকোনমি ৫.৫৬।



তালিকার পঞ্চম স্থানটি শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরার। ১৭ ওয়ানডে খেলে তাঁর উইকেট সংখ্যা ২৫টি। উইকেট প্রতি তাঁর খরচ গড়ে ২০.৭২ রান। এবছর ৫.৭৮ ইকোনমিতে বোলিং করেছেন পেরেরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball