ক্রাইস্টচার্চে 'সাউদিময়' দিন

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টিম সাউদির সৌজন্যে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভাগাভাগি করে নিলো স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী শ্রীলংকা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭৮ রানে অলআউট হয়েছে কিউইরা, অপরদিকে ৮৮ রান তুলতেই চার উইকেট হারিয়েছে লঙ্কানরা।
হাতে ছয় উইকেট নিয়ে, ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ২১ রানের মধ্যেই শীর্ষ তিন ব্যাটসম্যান দানুশকা গুনাথিকালা (৮), দিমুথ করুনারত্নে (৭) এবং দিনেশ চান্দিমালের (৬) উইকেট হারিয়েছে তাঁরা।
তিনজনকেই প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন টিম সাউদি। এরপরে কলিন দি গ্র্যান্ডহোম ফিরিয়েছেন কুশল মেন্ডিসকে (১৫)। দিন শেষে শ্রীলংকার উইকেট পাহারায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৭*) এবং রোশেন সিলভা (১৫*)।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা কিউইদের উপরে শুরু থেকেই চড়াও হন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল। তাঁকে সঙ্গ দেন আরেক পেসার লাহিরু কুমারাও।

এই দুজনের প্রচেষ্টায় ৬৪ রানে ছয় উইকেট হারায় কিউইরা। জিত রাভাল ৬, টম ল্যাথাম ১০, কেন উইলিয়ামসন ২, রস টেইলর ২৭, হেনরি নিকলস ১ ও কলিন ডি গ্র্যান্ডহোম ১ রানে ফিরে যান।
এরপরে ১০৮ রানের কার্যকরী জুটি গড়েন দলের উইকেটরক্ষক বেন ওয়াটলিং ও পেসার টিম সাউদি। ওয়াটলিং ফেরেন ৪৬ রানে। অপরদিকে বল হাতে তিন উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে ৬৫ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬৮ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন সাউদি।
টেস্ট ক্রিকেটে এটি তাঁর পঞ্চম অর্ধশতক। এই দুজনের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত কিউইরা থামে ১৭৮ রানে। লাকমলের শিকার পাঁচ উইকেট, তিনটি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ১৭৮/১০
(সাউদি ৬৮, ওয়াটলিং ৪৬; লাকমল ৫/৫৪, লাহিরু ৩/৪৯)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ৮৮/৪
(ম্যাথিউস ২৭*; সাউদি ৩/২৯)