বল টেম্পারিং ইস্যুতে বোমা ফাটালেন বেনক্রফট

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঘটনা নিয়ে মুখ খুলেছেন অজি ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট। দলের সিনিয়র ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের পরামর্শেই তিনি এমনটা করেছিলেন বলে জানিয়েছেন।
তৎকালীন অজি দলের সহ অধিনায়ক ওয়ার্নার যখন তাঁকে বল টেম্পারিং করতে বলে, তখন দলের নিজের দাম বাড়ানোর জন্যই এমন কাণ্ড করেন তিনি। ফক্স স্পোর্টসকে তিনি জানান,
'ডেভ (ওয়ার্নার) আমাকে বল টেম্পারিং করার জন্য বলেছিল, কারণ আমরা সে সময় ম্যাচে পিছিয়ে ছিলাম। আমি এর চেয়ে বেশি কিছু জানি না। কারণ আমি শুধু দলে নিজের দাম বাড়াতে চেয়েছি এবং দলে টিকে থাকতে চেয়েছি।'

তবে এমন কাণ্ডে ধরা পড়ার পরে ভীষণ অনুতপ্ত বেনক্রফট। চলতি মাসের ২৯ তারিখে নয় মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়া এই ক্রিকেটার অনুশোচনা থেকে আরও জানান,
'সেই সময় সিদ্ধান্ত নেয়া আমার দলের টিকে থাকা এবং নিজের দাম বাড়ানোর সাথে জড়িয়ে ছিল। আপনি আশা করবেন দলে টিকে থাকা আপনার সম্মান আরও বাড়াবে। আমার মনে হয় সেই ভুলের জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে।
'মনে হচ্ছে সবাইকে ছোট করেছিল সাথে দলকেও। মনে হচ্ছে ক্রিকেট আমার জন্য হেরে গেছে। নিজের দোষের দায়ভার আমি নিজেই নিতে চাই। আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি অনেক বড় ভুল করেছি যেখানে আমার নিয়ন্ত্রন করার সুযোগ ছিল।'
তবে পুরো ঘটনাটি বেনক্রফট ঘটিয়েছেন পরিস্থিতির শিকার হয়ে; 'আমি যা করেছি, পরিস্থিতির শিকার হয়ে করেছি। অবশ্য আমার কাজটি না করার সুযোগ ছিল, এখানেই আমি অনেক বড় ভুল করে ফেলেছি।'
উল্লেখ্য, গত ২৪ই মার্চ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটেছিলো। ক্যামেরন ব্যানক্রফটকে দেখা গিয়েছিল হলুদ টেপ বা শিরীষ কাগজ জাতীয় কিছু হাতে নিয়ে বল ঘষতে।
পুরো ব্যাপারটি ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। পরে অধিনায়ক স্টিভ স্মিথ এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলনে স্বীকার করেন বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা।
এরপরে আইসিসি লঘু শাস্তি দিলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কঠিন শাস্তি পেতে হয় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেনক্রফটকে।