promotional_ad

লোকের কথায় কান দিচ্ছেন না কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগ্রাসী আচরণের কারণে প্রায়ই সমালোনার মধ্যে পড়তে হয় ভারতীয় দলপতি ভিরাট কোহলিকে। তবে, এই আচরণ মানুষ কিভাবে নিচ্ছে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি।


বক্সিং ডে টেস্টের আগে সংবাদ সম্মেলনে কোহলি জানিয়েছেন, কারো দ্বারে দ্বারে গিয়ে তিনি নিজেকে ব্যাখ্যা করতে পারবেন না। পার্থ টেস্টে অজি অধিনায়ক টিম পেইনের সাথে বাকযুদ্ধে জড়িয়েছিলেন তিনি। ফলে, অনেক সমালোচনার ভোগ করতে হয়েছে তাকে। তারপরও তাঁর নজর এখনও ম্যাচেই আছে বলে জানিয়েছেন কোহলি।


‘আমি সবার দ্বারে দ্বারে গিয়ে ব্যানার টাঙিয়ে নিজেকে ব্যাখ্যা করতে যাবো না। একই সঙ্গে বলতে পারবো না আমাকে তোমার ভালো লাগতেই হবে। আমি সবশেষ ম্যাচের পর বলেছিলাম কে কোনদিকে মনোযোগী থাকতে চায় সেটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমার এই মুহূর্তে লক্ষ্য টেস্ট জয়, দলের জন্য ভালো কিছু করা।’


promotional_ad

কোহলির আচরণ নিয়ে প্রতিনিয়তই রিপোর্ট হচ্ছে পত্র পত্রিকায়। কিন্তু কোহলি জানালেন এগুলো নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর। ক্রিকেটেই মনোযোগী থাকতে চান ভারতীয় দলপতি।


‘সত্যি কথা বলতে কোন রিপোর্ট হলো কিনা আর লোকজন কী বললো তা নিয়ে আমি ভাবি না। এসব জানিও না। আর এটা আমার ভাবার বিষয়ও না। সবারই যার যার দৃষ্টিভঙ্গি আছে, আমি সেগুলো সম্মান করি। আমি শুধু আমার ভালো ক্রিকেট আর দলের জয়ের দিকে মনোযোগী থাকতে চাই।’


এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে এখনও জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। সিরিজের তৃতীয় টেস্টের আগে ব্যাটসম্যানদের রানে ফেরার তাগিদ দিয়েছেন কোহলি।


'আমাদের বোলাররা ভাল করছে। তাই ব্যাটসম্যানদের দায়িত্ব পালন করা জরুরি। না হলে আমরা যে ধরনের রান বোর্ডে তুলছি, তাতে বোলারদের পক্ষে লড়াই চালানো সম্ভব হবে না। যদি আমরা পরে ব্যাট করি, তবে লিড নিতে হবে, বা বিপক্ষের রানের যতটা সম্ভব কাছে যেতে হবে। যদি একটা বড় রানের সমান-সমান তোলা যায়, তবে ম্যাচটা দ্বিতীয় ইনিংসের উপর নির্ভরশীল হয়ে ওঠে। আর প্রথম ইনিংসে যদি লিড নেওয়া যায়, তবে তা কাজে আসে।'


ব্যক্তিগত পারফরম্যান্স নয়। কোহালি জোর দিয়েছেন সমষ্টিগত পারফরম্যান্সে। তাঁর মতে, ‘ব্যাটসম্যানদের সমষ্টিগত ভাবে রান করতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবেই আমাদের ভাল পারফরম্যান্স মেলে ধরতে হবে। কোনও একজনকে রান করতে হবে, এমন বলছি না। সমষ্টিগত ভাবে রান করাই আসল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball