promotional_ad

তাইজুলের ছয় উইকেট

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে তছনছ মধ্যাঞ্চলের ব্যাটিং লাইন আপ। একাই মধ্যাঞ্চলের ছয় ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়েছেন বাঁহাতি এই স্পিনার। তাঁর বোলিংয়ে ২২৪ রানেই শেষ হয়ে যায় মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমেছে পূর্বাঞ্চল, ১ ওভার ব্যাটিং করে ২ রান সংগ্রহ করেছে তাঁরা। দিন শেষে ২০৩ রানের বিশাল লিড নিয়ে মাঠ ছেড়েছে পূর্বাঞ্চল।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ষষ্ঠ এবং শেষ রাউন্ডের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। শুরু থেকেই মারকুটে মেজাজে ব্যাটিং করছিলেন সাইফ হাসান। উল্টো চিত্র দেখা যায় পিনাক ঘোষের ব্যাটিংয়ে। কিন্তু বেশীক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি সাইফ। ব্যক্তিগত ২২ এবং দলীয় ২৯ রানেই সাজঘরে ফিরে যান তিনি।


স্পিনার তাইজুল লেগ বিফোর করে ফিরিয়েছেন সাইফকে। তিনে নেমে ব্যর্থ হয়ে ফিরে যান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তাঁকেও ফেরান তাইজুল। এক প্রান্ত আগলে রেখেছিলেন পিনাক। মাথা ঠাণ্ডা করে টেস্ট মেজাজে ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি।


চারে নামা আব্দুল মজিদের সাথে ৪৭ রানে ছোট জুটিও গড়েছেন তিনি। কিন্তু সঙ্গ দিতে পারেননি মজিদ, ফিরে যান ২৪ রান করে। তাঁকেও ফিরিয়েছেন তাইজুল, মধ্যাঞ্চলের প্রথম তিন উইকেট নিজের ঝুলিতে পূরে নেন তিনি।


পাঁচে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান মার্শাল আইয়ুবও সঙ্গ দিতে পারেননি পিনাককে। ১৫ রান করে ফিরেছেন তিনি, তবে এবারের উইকেটটি নিয়েছেন তরুণ পেসার এবাদত হোসেন। দলের হাল ধরতে ব্যাট হাতে দায়িত্ব নেন মোসাদ্দেক হোসেন।


মোসাদ্দেকের সাথে এবার বেশীক্ষণ সঙ্গী হতে পারেননি পিনাক। আবু জায়েদ রাহির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়ে যান ব্যক্তিগত অর্ধশতক করে। তবে টেস্ট মেজাজে ১৩৫ বল খেলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে দলের হাল ধরার দায়িত্ব পান উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি।



promotional_ad

জাকের-মোসাদ্দেক গড়েন ৫০ রানের জুটি, যা মধ্যাঞ্চলের ইনিংসের সর্বোচ্চ জুটি। তাঁদের জুটি ভাঙ্গেন অভিজ্ঞ তাইজুল। ২৪ রান করা জাকেরকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ফেরান তিনি। এরপর আর কেউ সঙ্গ দিতে পারেননি মোসাদ্দেককে।


তাঁর সাথে আউট হয়েছেন আরও দুই ব্যাটসম্যান। সেই দুই উইকেটও নিয়েছেন তাইজুল। শেষ দিকে নাঈম হাসানের বলে আউট হন মোসাদ্দেক। তবে অর্ধশতক হাঁকিয়ে ৫৭ রান করে আউট হয়েছেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে তাসকিনকেও ফিরিয়েছেন নাঈম।


২২৪ রানে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল। মোসাদ্দেকের ৫৭ রানের ইনিংসটি ছিল মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ইনিংস। তাইজুলের ছয় উইকেটের পাশাপাশি দুই উইকেট নিয়েছেন স্পিনার নাঈম।   


এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া পূর্বাঞ্চল ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল রান সংগ্রহ করেছে। ৩৮০ রান সাথে দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিল পূর্বাঞ্চল।


শেষ পর্যন্ত দিনের প্রথম সেশনেই সব'কটি উইকেট হারিয়ে ফেলে তারা, সংগ্রহ করে ৪২৫ রান। দলের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ইমরুল কায়েস (৭৮), মমিনুল হক (৮২), মাহমুদুল হাসান (৯৪) এবং জাকির আলি (৫২)। মধ্যাঞ্চলের হয়ে চার উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।


সংক্ষিপ্ত স্কোরঃ


পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৪২৫ অলআউট (৮৮.৫ ওভার)



(মাহমুদুল ৯৪, মমিনুল ৮২,; তাসকিন ৪/৯৬)


মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২২৪ অলআউট (৭২.১ ওভার)


(মোসাদ্দেক ৫৭, পিনাক ৫১; তাইজুল ৬/৯২)


পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২/০ (১ ওভার)


(ইমরুল ১*, রনি ১*; তাসকিন ০/২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball