promotional_ad

পঁয়ত্রিশে নিজেকে তেইশ মনে করেন স্টেইন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও ২৩ বছর বয়সী তরুন ফাস্ট বোলারের রোমাঞ্চ অনুভব করছেন ডেল স্টেইন। একের পর ইনজুরিতে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকার পর অবশেষে ঘরের মাঠে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী  স্টেইন। 


শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেললেন সর্বশেষ ঘরের মাঠে টেস্ট খেলেছেন চলতি বছরের শুরুতে, ভারতের বিপক্ষে। ইনজুরি থেকে ফেরার পর ভারত টেস্ট দিয়ে মাঠে ফিরলেও সেই ম্যাচেই ফের ইনজুরির শিকার হন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার স্টেইন। তাই দীর্ঘদিন পর প্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেটে খেলার জন্য রোমাঞ্চিত স্টেইন। তাঁর ভাষায়,



promotional_ad

'অনেক মানুষই এই ইনজুরির গভীরতা সম্পর্কে জানে না। আমার হাত ভেঙ্গে গিয়েছিলো। আপনি হুট করেই এই অবস্থা থেকে পুনরায় শুরু করতে পারবেন না। আমি অনেক ভ্রমণ করেছি। যতক্ষণ আমি তরুন আছি, আমি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে মুখিয়ে থাকব। আমি ২৩ বছর বয়সী তরুনের মত অনুভব করছি।


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার আগে ১৪ মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ২০১৬ সালে ওয়াকাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুতর কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তিনি। সফর চলাকালীন সময়েই দেশে ফিরতে হয় তাঁকে। সব মিলিয়ে ২০১৬ সাল থেকেই ইনজুরির সাথে পাঞ্জা লড়ে আসছেন তিনি। তবে ইনজুরি ও পুনর্বাসনের মধ্য দিয়ে যাওয়ার ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন স্টেইন। তাঁর ভাষ্যমতে,  


'আমি আমার পরিবারের আরও কাছে থাকার সুযোগ পেয়েছি। যার ভাগ্য আমাদের সবার হয় না, কারণ আমরা মাসের পর মাস সফরে থাকি। আমি আমার আশেপাশের মানুষের সাথে ভালো সম্পর্ক গড়েছি। 



উল্লেখ্য সাড়ে তিন বছর আগেই ৪০০ টেস্ট উইকেটের মাইলফলকে পা রেখেছিলেন স্টেইন। কিন্তু ইনজুরির সাথে লড়াই করার কারণে এরপর থেকে এখন পর্যন্ত মাত্র ৮টি টেস্ট খেলেছেন তিনি। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সাদা পোশাকে দেখা গিয়েছিলো তাঁকে।


এদিকে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে আর একটি মাত্র উইকেট নিতে পারলেই সাবেক পেসার শন পোলককে ছাড়িয়ে যাবেণ স্টেইন। বর্তমানে পোলকের সমান ৪২১ টি উইকেট নিয়েছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball