হ্যান্ডসকম্ব আউট, মার্শ ইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বক্সিং ডে টেস্টে উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বকে ছাড়াই খেলতে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে এই টেস্টকে সামনে রেখে এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে অজি টিম ম্যানেজমেন্ট।
যেখানে হ্যান্ডসকম্বের পরিবর্তে একাদশে রাখা হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শকে। অজি এই উইকেটরক্ষকের বাদ পড়া নিয়ে অধিনায়ক টিম পেইন জানিয়েছেন বর্তমানে নিজেকে প্রমাণ করার জন্য কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে তাঁর। বলেছেন,
'আমি নিশ্চিত যে পিট হতাশ হয়েছে। আমি মনে করি নির্বাচকদের সাথে তাঁর কথা হয়েছে এবং তাঁর কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। তবে পিট সেটি করতে প্রস্তুত আছে।'

নিজের খেলা গত ১০ টেস্টে একটিও অর্ধশতক নেই ২৭ বছর বয়সী হ্যান্ডসকম্বের। ভারতের বিপক্ষে অ্যাডিলেড ও পার্থ টেস্টের চার ইনিংসে যথাক্রমে ৩৪, ১৪, ৭ এবং ১৩ রান সংগ্রহ করেছিলেন তিনি। সুতরাং মেলবোর্নে তাঁর বাদ পড়াটা অবশ্যম্ভাবীই ছিলো।
এদিকে হ্যান্ডসকম্বের বদলি হিসেবে জায়গা পাওয়া মার্শকে নিয়ে অবশ্য বেশ আশাবাদী অধিনায়ক পেইন। তাঁর বিশ্বাস দলকে ব্যাট এবং বল হাতে ভালো কিছুই এনে দিতে পারবেন এই অলরাউন্ডার।
'আমরা বিশ্বাস করি যে মিচ (মার্শ) আসলেই অনেক ভালো কিছু করতে পারবে ব্যাট হাতে এবং অবশ্যই সে আমাদের বোলারদের অনেক সাহায্য করবে,' বলেন পেইন।
উল্লেখ্য আগামীকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। সিরিজটি এরই মধ্যে ১-১ এ সমতায় রয়েছে।
অস্ট্রেলিয়া একাদশঃ
অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাওয়াজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড।