বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা করলো ভারত

ছবি: ছবিঃ টুইটার ও বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন দুই ভারতীয় ওপেনার মুরলি বিজয় এবং লোকেশ রাহুল।
তবে অন্তর্ভুক্তি ঘটেছে রোহিত শর্মা এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এছাড়া এই টেস্ট দিয়েই অভিষেক হচ্ছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার মায়াঙ্ক আগারওয়ালের।
গত অ্যাডিলেড এবং পার্থ টেস্টের চার ইনিংসে মাত্র ৯৫ রান করতে পেরেছিলো বিজয় এবং রাহুল জুটি।

মেলবোর্ন টেস্টে তাই তাঁদের ওপর আস্থা রাখছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুতরাং বক্সিং ডে তে এই তাঁদের পরিবর্তে ওপেনিংয়ে নামতে দেখা যাবে আগারওয়াল এবং বিহারিকে।
এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে নিজেকে দারুণভাবে প্রমাণ করে এসেছেন ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল।
৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৯.৯৮ গড়ে ৩৫৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ৭৫ ম্যাচে ৪৮.৭১ গড়ে ৩৫৭৯ রান নিয়েছেন এই ভারতীয়।
ভারত একাদশঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক)। মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা।, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ