ছিটকে গেলেন আব্বাস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের। তাঁর কাঁধের ইনজুরি সেরে না ওঠায় ছিটকে গেছেন সিরিজের প্রথম টেস্ট থেকে।
নিউজিল্যান্ড সিরিজে কাঁধের ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। এই ইনজুরি সেরে না ওঠায় দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচে দর্শক হয়ে থাকবেন তিনি।
আব্বাসের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। প্রথম টেস্টে খেলা হচ্ছে না স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খানেরও। তবে ইনজুরি থেকে ফিরে এই ম্যাচে খেলবেন ওপেনার ফখর জামান।

সরফরাজ সংবাদ সম্মেলনে বলেছেন, 'প্রথম টেস্টের জন্য আব্বাস ফিট নয়, আশা করি দ্বিতীয় টেস্টের আগে সে ফিট হয়ে যাবে। দ্বিতীয় টেস্টে শাদাব খানও ফিরে আসবে। তবে ফখর জামান ফিট।'
শাদাব খান বেশকিছু দিন ধরেই কুঁচকির ইনজুরিতে ভুগছেন। তাছাড়া হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠেছেন ফখর জামান। আব্বাসের অনুপস্থিতির ফলে পাকিস্তান দলকে তিন বিশেষজ্ঞ পেসারকে নিয়ে মাঠে নামতে দেখা যেতে পারে।
মোহাম্মদ আমির পাকিস্তানের পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে থাকবেন হাসান আলী ও শাহীন আফ্রিদি। তাদের সঙ্গ দিতে থাকবেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।
পাকিস্তানের টেস্ট স্কোয়াডঃ
ইমাম-উল-হক, ফখর জামান, শান মাসউদ, আজহার আলী, হারিস সোহেল, আসাদ শফিক, বাবর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শাদাব খান, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি।