পোলককে ছাড়িয়ে যাওয়ার আগে রোমাঞ্চিত স্টেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সিরিজে আর একটি মাত্র উইকেট নিতে পারলেই দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে সফল টেস্ট বোলার হয়ে যাবেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।
শন পোলকের ৪২১ উইকেটকে পেছনে ফেলতে মুখিয়ে আছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টেইন জানিয়েছেন তাঁর এখন লক্ষ্য সাবেক প্রোটিয়া পেসার শন পোলককে ছাড়িয়ে যাওয়া।

'আমার অনেক উইকেট আছে এখন শুধু একটি উইকেট লাগে। আমি পলিকে (শন পোলক) ছাড়িয়ে যেতে নিজেকে থামাবো না, দিন শেষে এটা একটা বড় লক্ষ্য। আমি মনে করি এটা দারুণ জিনিস হবে।'
একটি উইকেট নিতে পারলে শন পোলককে ছাড়িয়ে সর্বকালের সর্বাধিক টেস্ট উইকেট শিকারীদের রেকর্ডের ১১ নম্বরে জায়গা করে নেবেন স্টেইন। বর্তমানে সমান সংখ্যক উইকেট নিয়ে পোলকের পরই অবস্থান তাঁর।
এই রেকর্ডে নিজের নাম লেখানোর আগে নিজেকে সম্মানিত মনে করছেন স্টেইন। ইনজুরির কারণে সাদা পোষাকের ক্রিকেটে অনিয়মিত স্টেইন। তিনি লাল বল হাতে নেয়ার আগে দারুণ উচ্ছ্বসিত।
'এটা লম্বা সময় নিয়েছে। এই লক্ষ্য অর্জন দারুণ জিনিস। আমি দারুণ সম্মানিত এবং কিন্তু আমাকে নিজের জায়গায় ফিরে যেতে হবে এবং একটি উইকেট নেয়ার চেষ্টা করতে হবে। আমার হাতে লাল বল এটা চমৎকার।'