কোহলি অসাধারণ অধিনায়কঃ স্টার্ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই সাবেক-বর্তমান ক্রিকেটারদের কথার লড়াই। চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলি-পেইনের কথার লড়াই বাড়তি উত্তেজনা ছড়িয়েছে এই সিরিজে।
মিচেল জনসন সহ অনেক প্রাক্তন ক্রিকেটারই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দলপতির কড়া সমালোচনা করেছেন। তবে, এই সময় কোহলি অজি পেসার মিচেল স্টার্ককে পাশে পাচ্ছেন। তিনি কোহলিকে অসধারণ অধিনায়ক হিসেবে মূল্যায়ন করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি ভিরাটের সঙ্গে দু’টি আইপিএল-এ খেলেছি। অধিনায়ক হিসেবে সে অসাধারণ। তাঁর নেতৃত্বে খেলে খুব ভাল লেগেছে। সে খুব ভাল খেলোয়াড়ও। এই সিরিজে ভারত যেভাবে খেলছে, সেটা দুর্দান্ত।’
অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক আইপিএলের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন। দলটিতে তাঁর অধিনায়ক হিসেবে ছিলেন ভিরাট কোহলি।
সেই সুবাদেই একসাথে খেলার সুযোগ হয়েছিল দুই দেশের এই দুই তারকার। বক্সিং ডে টেস্টের আগে তাই কোহলির সাথে সম্পর্কটা শীতল করেই রাখলেন স্টার্ক।
অবশ্য মাঠের লড়াইয়ে তিনি কোহলিকে কোনো ভাবেই ছাড় দিতে চাইবেন না। অজি গতি তারকা স্টার্কের লক্ষ্য থাকবে দারুণ বোলিং করে সিরিজে দলকে এগিয়ে নিয়ে যাওয়া।