promotional_ad

ভারতের টি-টুয়েন্টি দলে ফিরলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা পোষাকের ক্রিকেটকে বছর তিনেক আগেই বিদায় জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর, কদিন আগেই উইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা।


তবে, সবাইকে চমকে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে ধোনিকে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।


promotional_ad

দলে উইকেটরক্ষকের ভূমিকায় রাখা হয়েছে ধোনিকে। তাছাড়া, তাঁর ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে দীনেশ কার্তিক ও ঋষভ পান্টকে। নিউজিল্যান্ড সফরে ভারতীয়দের নেতৃত্ব দেবেন যথারীতি ভিরাট কোহলি।


তাঁর সহকারী হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি।এরপর বাকি দুই টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ ফেব্রুয়ারি।


অবশ্য টি-টুয়েন্টি সিরিজের আগে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। মূলত ২০১৯ সালের বিশ্বকাপের আসরকে সামনে রেখে নিজেদের তৈরি করার মিশনে নিউজিল্যান্ডের মাঠে নামবে ভারত।


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল: ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ট, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুযবেন্দ্রা চাহাল, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball