promotional_ad

চারশ'র পথে পূর্বাঞ্চল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় মধ্যাঞ্চলের বিপক্ষে ইমরুল কায়েস- মমিনুল হকদের নৈপুণ্যে সুবিধাজনক অবস্থানে আছে পূর্বাঞ্চল। প্রথম দিন শেষে আট উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করেছে তাঁরা। 


টসে জিতে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। ইনিংস শুরু হওয়ার দ্বিতীয় বলেই রনি তালুকদারকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মধ্যাঞ্চলের পেসার তাসকিন আহমেদ।



promotional_ad

শুরুর উইকেট পতনের পর বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই ব্যাটিং করেছেন পূর্বাঞ্চলের দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস এবং মমিনুল হক। দুজনে মিলে গড়েছেন ১৩৬ রানের জুটি। 
দারুণ ছন্দে খেলছিলেন ইমরুল। 


কিন্তু ১২ চারে ৭৯ বলে ৭৮ রান করে মোশাররফ হোসেনের বলে জাকের আলির স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেছেন তিনি। অধিনায়ক মমিনুলও দেখে শুনেই খেলছিলেন। কিন্তু দলীয় ১৯৭ রানে ব্যক্তিগত ৮২ রানে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। 


নয়টি চারে সাজানো ইনিংসটির সমাপ্তি ঘটান মোসাদ্দেক হোসেন সৈকত। মমিনুল ফেরার পরে মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে পুনরায় ইনিংস মেরামতে মনোযোগ দেন ইয়াসির আলি। কিন্তু ব্যক্তিগত ৩৯ রানে তাঁকেও ফিরিয়েছেন মোসাদ্দেক। 



এরপরে ১৩ রান করে মোশাররফ রুবেলের বলে ফিরে যান আশরাফুলও। এরপরে বরাবর একশ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান এবং উইকেটরক্ষক জাকির হাসান। নয়টি চারে ৫৭ রান করা জাকিরকে ফেরান তাসকিন আহমেদ।


এরপরে তাইজুলের সঙ্গে পুনরায় ৬৩ রানের জুটি গড়েন মাহমুদুল। ৩২ রান করে আবু হায়দারের বলে ফিরে যান তাইজুল। দিন শেষে ৭৪ রান করে উইকেটে আছেন মাহমুদুল, সঙ্গী আবু জায়েদ রাহি আছেন ১* রানে।
 
সংক্ষিপ্ত স্কোরঃ-
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ-
৩৮০/৮ (৮২.১ ওভার)
(মমিনুল ৮২, ইমরুল ৭৮, মাহমুদুল ৭৪*, জাকির ৫৭; রনি ২/৬৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball