আরিফুলের আফসোস, রাজ্জাকের সাত উইকেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাকের সাত উইকেটের পরেও ভালো অবস্থানে আছে উত্তরাঞ্চল। নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলের চেয়ে ২৭২ রান পিছিয়ে আছে, হাতে আছে নয় উইকেট।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া উত্তরাঞ্চলের হয়ে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দলের দুই ওপেনার মিজানুর রহমান এবং জুনায়েদ সিদ্দিকি। দুজনে মিলে দলকে এনে দেন ৬০ রান। ব্যক্তিগত ২৯ রানে আব্দুর রাজ্জাকের বলে ফিরে যান মিজানুর।
তারপর দলীয় ৯৬ রানে ফিরে যান আরেক ওপেনার জুনায়েদও। চারটি চারে ৪৪ রান করে বিদায় নেন তিনি। অল্প সময়ের মাঝে আরও তিনটি উইকেট পড়ে উত্তরাঞ্চলের। ২৪ রান করা ফরহাদ হোসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন আব্দুর রাজ্জাক।

তারপরে নাঈম ইসলামকে ফেরান পেসার শফিউল ইসলাম। দলীয় ১০৯ রানের মধ্যে অধিনায়ক জহুরুল ইসলামকেও ফিরিয়েছেন রাজ্জাক। এরপরে ব্যর্থ হয়ে ফিরেছেন উইকেটরক্ষক ধীমান ঘোষও (১২)।
দলীয় ১৩৬ রানে ছয় উইকেট হারানো উত্তরাঞ্চলকে পুনরায় ম্যাচে ফিরিয়েছেন আরিফুল হক ও জিয়াউর রহমান। দেখেশুনে ফিফটি আদায়ের পরে দুজনের মিলে গড়েন ১৩৫ রানের জুটি।
সাতটি চার ও দুটি ছক্কায় ১০৩ বল খেলে ৬৯ রানে বিদায় নেন জিয়াউর। নাহিদুল ইসলামের বলে মেহেদি হাসানকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপরে রাজ্জাকের পঞ্চম শিকার হয়ে মাঠ ছাড়েন সানজামুল ইসলাম (০)।
এরপরে ইনিংসের শুরু থেকেই দারুণ খেলা আরিফুল, ছয়টি চার ও তিনটি ছক্কায় ৯৮ রান করে রাজ্জাকের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন। অল্পের জন্য প্রথম শ্রেণীর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর।
শেষ পর্যন্ত উত্তরাঞ্চল থেমেছে ২৯৩ রানে। ৬৯ রান খরচায় সাতটি উইকেট নিয়েছেন রাজ্জাক। এরপরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শাহরিয়ার নাফিসের (১) উইকেট হারিয়ে ২১ রান করেছে দক্ষিণাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোরঃ-
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ- ২৯৩/১০
(আরিফুল ৯৮, জিয়াউর ৬৯; রাজ্জাক ৭/৬৯)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ- ২১/১
(এনামুল ৭*, রাব্বি ৮*; সানজামুল ১/৭)