promotional_ad

ডার্বিতে সিক্সার্সদের হারিয়ে শীর্ষে থান্ডাররা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশে সিডনি ডার্বিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে সিডনি থান্ডার। এই জয়ে টানা দুটি ম্যাচে জয়ের স্বাদ পেয়ে মাঠ ছাড়ল জো রুট-জস বাটলাররা। ৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন শেন ওয়াটসনের দল। 


এদিন থান্ডারদের ছুঁড়ে দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ এবং পেসার ড্যানিয়েল সামসের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় সিক্সার্সরা। ফাওয়াদ আহমেদ এবং সামস থান্ডারদের নেন ৩টি করে উইকেট।


এর আগে ১৭০ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে বড় বিপদে পরে সিক্সার্সরা। খানিক পর ইনিংসের সপ্তম ওভারে এসে ফাওয়াদ আহমেদ ড্যানিয়েল হিউজ এবং জর্ডান সিল্ককে বিদায় করে আরও বিপদে ফেলেন সিক্সার্সদের।


৩৯ রানে ৫ উইকেট হারিয়ে বসা সিক্সার্সদের উদ্ধার করতে পারেন নি উইকেট রক্ষক জশ ফিলিপও। দলীয় ৫৬ রানে ফাওয়াদের তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি। তবে সপ্তম উইকেট জুটিতে হাল ধ্রেন স্যাম কুরান এবং শন অ্যাবট।


promotional_ad

দুজনের ব্যাটে দলীয় একশ পার করে সিক্সার্স। থান্ডার বোলারদের উপর চড়াও হয়ে খেলে দলকে আশার আলো দেখান এই দুই ব্যাটসম্যান। ফিফটিও তুলে নেন টম কারান। কিন্তু ৪০ বলে ৬২ রান করে কারান ফিরলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান স্কোরবোর্ডে যোগ করে সিক্সার্সরা।


এর আগে প্রথমে ব্যাট করে জস বাটলারের ব্যাটিং তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানের পুঁজি পায় সিডনি থান্ডার। ৩৭ বলে ছয় চার এবং তিন ছক্কায় ৬৩ রান আসে বাটলারের ব্যাট থেকে। এছাড়া ক্যালাম ফারগুসন ২৩ এবং সামস করেন ২৮ রান। টম কারান ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ


সিডনি থান্ডারঃ ১৬৯/৯ (২০ ওভার) 


(জস বাটলার ৬৩, ড্যানিয়েল সামস ২৮) (টম কারান ৩/২৪)


সিডনি সিক্সার্সঃ ১৪৮/৯ (২০ ওভার)


টম কারান ৬২, শন অ্যাবট ৩৫ (ড্যানিয়েল সামস ৩/৩০, ফাওয়াদ আহমেদ ৩/৩৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball