আরিফুলকে সেঞ্চুরি বঞ্চিত করলেন রাজ্জাক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ-
উত্তরাঞ্চলঃ- ২৯৩/৯ (৮৩.৪ ওভার)



টসঃ-
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উত্তরাঞ্চল। 


সেঞ্চুরি মিস আরিফুলেরঃ-


প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের নবম সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ফিরলেন আরিফুল। ইনিংসের শুরু থেকেই দারুণ খেলা আরিফুল, ছয়টি চার ও তিনটি ছক্কায় ৯৮ রান করে রাজ্জাকের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন।


promotional_ad

ফিরেছেন জিয়াউরঃ- 
সাতটি চার ও দুটি ছক্কায় ১০৩ বল খেলে ৬৯ রানে বিদায় নেন জিয়াউর। নাহিদুল ইসলামের বলে মেহেদি হাসানকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপরে রাজ্জাকের পঞ্চম শিকার হয়ে মাঠ ছাড়েন সানজামুল ইসলাম (০)। 


আরিফুল-জিয়াউরের জুটিঃ- দলীয় ১৩৬ রানে ছয় উইকেট হারানো উত্তরাঞ্চলকে পুনরায় ম্যাচে ফিরিয়েছেন আরিফুল হক ও জিয়াউর রহমান। দেখেশুনে ফিফটি আদায়ের পরে দুজনের মিলে গড়েন ১৩৫ রানের জুটি। 


ব্যর্থ মিডল অর্ডারঃ-
দলীয় ৯৬ রানে ফিরে যান আরেক ওপেনার জুনায়েদও। চারটি চারে ৪৪ রান করে বিদায় নেন তিনি। এরপর অল্প সময়ের মাঝে আরও তিনটি উইকেট পড়ে উত্তরাঞ্চলের। ২৪ রান করা ফরহাদ হোসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন আব্দুর রাজ্জাক।


তারপরে নাঈম ইসলামকে ফেরান পেসার শফিউল ইসলাম। দলীয় ১০৯ রানের মধ্যে অধিনায়ক জহুরুল ইসলামকেও ফিরিয়েছেন রাজ্জাক। এরপরে ব্যর্থ হয়ে ফিরেছেন উইকেটরক্ষক ধীমান ঘোষও (১২)। 


মিজানুর-জুনায়েদের ওপেনিং জুটিঃ-
শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন উত্তরাঞ্চলের দুই ওপেনার মিজানুর রহমান এবং জুনায়েদ সিদ্দিকি। দুজনে মিলে দলকে এনে দেন ৬০ রান। ব্যক্তিগত ২৯ রানে আব্দুর রাজ্জাকের বলে ফিরে যান মিজানুর।


উত্তরাঞ্চলঃ- মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, জহুরুল ইসলাম (অধিনায়ক), আরিফুল হক, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, এবাদত হোসেন, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম


দক্ষিণাঞ্চল- এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), শাহরিয়ার নাফিস, ফাজলে মাহমুদ রাব্বি, তুষার ইমরান, রকিবুল হাসান, আল আমিন, মেহেদি হাসান, নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, মনির হোসেন, আব্দুর রাজ্জাক (অধিনায়ক)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball