রাহানের আগাম সেঞ্চুরির বার্তা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গেল বছর শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে দুটি ফিফটি পেলেও শতক হাঁকাতে ব্যর্থ হয়েছেন তিনি। তাই তো বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বছর শেষ করতে চান এই ডানহাতি মিডেল অর্ডার ব্যাটসম্যান। স্বাগতিক অস্ট্রেলিয়াকে সেঞ্চুরি হাঁকানোর আগাম বার্তা দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শুধু সেঞ্চুরি নয় করে বসতে পারেন ডাবল সেঞ্চুরিও।
পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানে ৩ উইকেট হারিয়ে ভারতীয় দলের কপালে যখন দুশ্চিন্তার ভাজ,তখন ক্রিজে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক মনোভাবে খেলতে থাকেন মিডেল অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। অপরপ্রান্তে থাকা অধিনায়ক কোহলিকে চাপমুক্ত করার পাশাপাশি অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে যান তিনি।

শুরুতে আক্রমণাত্মক হলেও পরে রানের গতি কমিয়ে দিয়ে পেয়েছিলেন ফিফটি। কিন্তু তার দুর্ভাগ্য যে ফিফটি হাঁকিয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। আসন্ন বক্সিং ডে টেস্টেও একই মনোভাবে ব্যাট করবেন বলে জানিয়ে দিয়েছেন রাহানে। তাঁর ভাষায়,
'আমার বিশ্বাস সেঞ্চুরিটা এই ম্যাচেই আসবে। অ্যাডিলেড থেকে পার্থ পর্যন্ত যে মানসিকতা নিয়ে ব্যাটিং করেছি। প্রতিপক্ষের উপর পাল্টা আক্রমণ চালিয়েছি, যে ছন্দে আছি এতে আশা করছি হয়তো হয়ে যাবে এই টেস্টে। শুধু একশ না এই ছন্দ ধরে রাখতে পারলে দুইশও করে বসতে পারি।
প্রথম দুই টেস্টে যেভাবে খেলেছি সেভাবেই চালিয়ে যেতে চাই। বাড়তি কিছু ভাবতে চাই না। এমন আক্রমণাত্মক মনোভাবে খেলতে পরিস্থিতি আরও ভাবে বুঝতে পারি, আর দলের জন্যও ভালো হয়। সেই সঙ্গে ব্যক্তিগত লক্ষ্যও অর্জন করা যায়।'
চার ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে বর্তমানে। সিরিজটি চার ম্যাচের হলেও এটাকে দুই ম্যাচ সিরিজ ভেবেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। শেষ দুই টেস্টে ভারতের লক্ষ্য থাকবে জয় তুলে নেয়ার আর পার্থের ভুলগুলো যেন শেষ দুই টেস্টে না হয় সেটাই লক্ষ্য রাখা। রাহানে আরও বলেন,
'টেস্টে আপনাকে ছোট ছোট সুযোগগুলো লুফে নিতে হবে। সিরিজে বাকি আছে দুটি ম্যাচ, তাই সিরিজটাকে দুই ম্যাচের সিরিজ ভেবেই মাঠে নামবো আমরা। পার্থ টেস্টের পর লম্বা বিরতি পেয়েছি যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। মেলবোর্নে নতুন ভাবে শুরু করব আমরা।'