সেঞ্চুরি হাতছাড়া মমিনুল-ইমরুলের

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
পূর্বাঞ্চলঃ- ২৩৯/৫ (৫২ ওভার)
(মাহমুদুল ৫*, জাকির ১৩*; মোসাদ্দেক ২/৪৮)
টসঃ-
সিলেটে বাংলাদেশ ক্রিকেট লিগের ষষ্ঠ এবং শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চল।
উইকেটে মাহমুদুল-জাকির জুটিঃ-
এই মুহূর্তে উইকেটে আছেন মাহমুদুল হাসান এবং উইকেটরক্ষক জাকির হাসান।
ব্যর্থ নিচের সারির মিডল অর্ডারঃ-
মমিনুল ফেরার পরে মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে পুনরায় ইনিংস মেরামতে মনোযোগ দেন ইয়াসির আলি। কিন্তু ব্যক্তিগত ৩৯ রানে তাঁকেও ফিরিয়েছেন মোসাদ্দেক। এরপরে ১৩ রান করে মোশাররফ রুবেলের বলে ফিরে যান আশরাফুলও।

ইমরুলের পথে মমিনুলওঃ-
অধিনায়ক মমিনুল দেখে শুনেই খেলছিলেন। কিন্তু দলীয় ১৯৭ রানে ব্যক্তিগত ৮২ রানে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। নয়টি চারে সাজানো ইনিংসটির সমাপ্তি ঘটান মোসাদ্দেক হোসেন সৈকত।
ইমরুলের আফসোসঃ-
দারুণ ছন্দে খেলছিলেন ইমরুল। কিন্তু ১২ চারে ৭৯ বলে ৭৮ রান করে মোশাররফ হোসেনের বলে জাকের আলির স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিরেছেন তিনি।
ইমরুল-মমিনুলের প্রতিরোধঃ-
শুরুর উইকেট পতনের পরে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই ব্যাটিং করেছেন পূর্বাঞ্চলের দুই ব্যাটসম্যান ইমরুল কায়েস এবং মমিনুল হক। দুজনে মিলে গড়েছেন ১৩৬ রানের জুটি।
শুরুতেই তাসকিনের হানাঃ-
ইনিংসের দ্বিতীয় বলেই রনি তালুকদারকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন মধ্যাঞ্চলের পেসার তাসকিন আহমেদ।
পূর্বাঞ্চলঃ- রনি তালুকদার, ইমরুল কায়েস, মমিনুল হক (অধিনায়ক), ইয়াসির আলি, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান, জাকের হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ।
মধ্যাঞ্চলঃ- নাজমুল হোসেন শান্ত, পিনাক ঘোষ, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, মোসাদ্দেক হোসেন, জাকের আলি (উইকেটরক্ষক), সালাউদ্দিন শাকিল, সাইফ হাসান, মোশাররফ হোসেন (অধিনায়ক), শাহাদাত হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি।