টানা দ্বিতীয় জয় পেল হোবার্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিগ ব্যাশে আরও একটি জয় তুলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। ঘরের মাঠে মেলবোর্ন স্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে ম্যাথিউ ওয়েডের দল। হোবার্ট পর পর দুটি জয় পেলেও নিজেদের প্রথম দুই ম্যাচের হার নিয়ে মাঠ ছাড়তে হল গ্লেন ম্যাক্সওয়েলের দলকে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানের মধ্যে দুই ওপেনার ট্রাভিস ডিন এবং বেন ডাঙ্ককে হারিয়ে বসে মেলবোর্ন। দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেন ম্যাক্সওয়েল এবং নিক লারকিন।
কিন্তু দলীয় ১১৯ এবং ১২৩ রানে এই দুজন সাজঘরে ফিরলেও মার্কাস স্টয়নিস ১৫ বলে ঝড়ো ২২ রানের ইনিংস খেলে দলকে ১৫০ রানের পুঁজি এনে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয় স্টার্স। হোবার্টের পক্ষে জোফরা আর্চার নেন ৩ উইকেট।
১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুই ওপেনার ম্যাথিউ ওয়েড এবং ডি আর্চি শর্টের ব্যাটে উড়ন্ত সূচনা পায় হোবার্ট। ৭ ওভারের মধ্যে এই দুজনের ব্যাটে স্কোরবোর্ডে ৬০ রান তুললেও আর্চি শর্টকে সাজঘরে ফিরিয়ে দেন স্কট বোল্যান্ড।

খানিক পর অ্যালেক্স ডুলানকে ফেরান সন্দিপ লামিচানে। দুই উইকেট হারালেও ওয়েড এবং ম্যাকডরমটের ব্যাটে রানের চাকা সচল রাখে স্বাগতিকরা। দুজন মিলে দলকে ১০০ রানের পুঁজিও এনে দেন।
ওয়েড তুলে নেন ফিফটি। ফিফটি হাঁকানোর খানিক পরই লামিচানের দ্বিতীয় শিকার হয়ে ৫২ রানে ফেরেন তিনি। এরপর নিজের তৃতীয় শিকার হিসেবে ম্যাকডরমটকেও বিদায় করেন এই লেগ স্পিনার।
৪ উইকেট হারালেও অভিজ্ঞ জর্জ বেইলি সিমন মিলেঙ্কোর ব্যাটে ৮ বল বাকি থাকতে জয় তুলে নেয় হোবার্ট। বেইলি অপরাজিত থাকেন ২২ রান করে। মেলবোর্নের হয়ে সন্দীপ ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট।
মেলবোর্ন স্টার্সঃ ১৫৫-৫ (২০ ওভার)
(গ্লেন ম্যাক্সওয়েল ৪৭, নিক লারকিন ৪৫), (জোফরা আর্চার ৩/২৫)
হোবার্ট হ্যারিকেন্সঃ ১৫৬-৪ (১৮.৪ ওভার)
(ম্যাথিউ ওয়েড ৫২, আর্চি শর্ট ৩৪), (সন্দীপ লামিচানে ৩/২৪)
ফলাফলঃ ৬ উইকেটে জয়ী হোবার্ট