promotional_ad

ইনজুরির কালো মেঘ কেটেছে জাদেজার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মেলবোর্নে বক্সিং ডে টেস্টে খেলার ব্যাপারে অনিশ্চয়তায় ছিলেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে এবার জানা গেল, ২৬ই ডিসেম্বর অনুষ্ঠেয় বক্সিং ডে টেস্টে খেলছেন তিনি।


বাম কাঁধের ইনজুরি সেরে উঠেছে জাদেজার, এমনটাই জানিয়েছে বোর্ড। আর একারণে দুশ্চিন্তার মেঘ কেটে গিয়েছে ভিরাট কোহলির দলের। একটি বিবৃতিতে বিসিসিআই জানায়,  



promotional_ad

'জাদেজার বাম কাঁধের ইনজুরি সেরে ওঠার পথে। মেলবোর্নে তৃতীয় টেস্ট খেলার জন্য সে প্রস্তুত।'


উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় আসার পর থেকে কাঁধের ইনজুরিতে ভুগেছিলেন জাদেজা। এখনও শতভাগ ফিট হতে পারেননি তিনি। এই প্রসঙ্গে কয়েকদিন আগে ভারতের কোচ রবি শাস্ত্রি বলেছিলেন,  


'অস্ট্রেলিয়ায় আসার চার দিন পর জাদেজার কাঁধে একটি ইনজেকশন দিতে হয়েছে। পুরোপুরি ঠিক হতে আরও কিছু সময় লাগবে তাঁর। পার্থে তাঁকে আমাদের ৭০-৮০ ভাগ ফিট মনে হয়েছিলো এবং সেই কারণে আমরা ঝুঁকি নিতে চাইনি। তবে যদি সে ৮০ ভাগ ফিট থাকে তাহলে সে খেলবে (মেলবোর্নে)।'



এদিকে পেটের পেশিতে টান পড়ার কারণে বক্সিং ডে টেস্টে খেলা অনিশ্চিত ভারতীয় অলরাউন্ডার রবিচন্দন অশ্বিনের। পার্থ টেস্টেও খেলেননি অশ্বিন। পুরোপুরি সুস্থ না হওয়ায় এখন বক্সিং ডে টেস্টেও অনিশ্চয়তার মধ্যে আছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball